২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়

দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব - ফাইল ছবি।

ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচজয়ী পারফরম্যান্সের পর নানান কারণে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি সাকিব আল হাসানের। তবে দীর্ঘ বিরতি শেষে ফের জাতীয় দলে ফিরেছেন তিনি৷ ফিরছেন সেই শ্রীলঙ্কার বিপক্ষেই।

যদিও ফরম্যাট বদলে গেছে, ওয়ানডের পরিবর্তে টেস্ট দিয়ে ফিরবেন সাকিব। সব কিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটাই হতে যাচ্ছে সাকিবের ফেরার মঞ্চ। তাকে রেখেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

মঙ্গলবার ঘোষিত স্কোয়াডে ফিরেছেন সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব দলে ফেরায় বাদ পড়তে হয়েছে তাওহীদ হৃদয়কে। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন তিনি।

আরো বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান। চোট পাওয়ার কারণে ছিটকে গেছেন তিনি। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে হাসান মাহমুদকে। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত খেললেও এখনো টেস্ট অভিষেক হয়নি হাসানের।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল
নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।


আরো সংবাদ



premium cement