১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


ক্রিকেট থেকে কবে বিদায় নেবেন জানালেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার - ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। আসন্ন গ্রীষ্মেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন তিনি। সিডনিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ক্রিকেটের গৌরবময় এই ফরম্যাট থেকে নিজেকে গুটিয়ে নেবেন বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

শুধু টেস্ট নয়, আগামী বছরই নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটানোর ঈঙ্গিতও দিয়ে রেখেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা ব্যাটার জানানম ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপই হতে পারে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

শনিবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপে ওয়ার্নার বলেন, ‘আমি সবসময় বলে আসছি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপই আমার শেষ ম্যাচ হতে পারে। কিন্তু আমি মনে করি সিদ্ধান্তটা একান্তই আমার ও আমার পরিবারের।’

এদিকে টেস্ট ক্রিকেটে কয়েক বছর ধরেই ছন্দহীন ওয়ার্নার। ২০২০ সালের জানুয়ারির পর থেকে লাল বলের ক্রিকেটে একটিমাত্র ডাবল সেঞ্চুরি ছাড়া আর কোনো শত রানের ইনিংস নেই তার। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ওয়ার্নার।

তবে লাল বলের ক্রিকেট থেকে বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছেন ওয়ার্নার। স্পষ্টই বললেন, ‘আমি যদি এখানে ভালো খেলি (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজ) এবং পাকিস্তান সিরিজ মাঠে গড়ায়, তাহলে অবশ্যই আমি সেখানে শেষ করব।’

উল্লেখ্য, আগামী ৭ জুন ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। আর আগামী ১৬ জুন ইংল্যান্ডেই শুরু হবে অ্যাশেজ সিরিজ।


আরো সংবাদ



premium cement
এক বছর পর দাউদকান্দিতে ড. মোশাররফ গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন রাজধানীতে আ’লীগের শান্তি সমাবেশ আজ কুয়াকাটা সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান সরকারি হাসপাতালে অবৈধ ক্যান্টিন ও ওষুধের দোকান বন্ধের নির্দেশ ভোটের অধিকার কেড়ে নিয়ে আ’লীগ জনগণকে নাগরিক হিসেবে বাতিল করেছে : জোনায়েদ সাকি ইবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন মালয়েশিয়ায় বিএমইটি কার্ডের নামে প্রতারণার ফাঁদ : সতর্ক করল দূতাবাস ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল আল মাহমুদপুত্র মীর তারিকের ইন্তেকাল

সকল