২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রভম্যানের তাণ্ডবে ৩ উইকেটের জয় পেল ওয়েস্ট ইন্ডিজ

রভম্যানের তাণ্ডবে ৩ উইকেটের জয় পেল ওয়েস্ট ইন্ডিজ - ছবি : সংগৃহীত

কিছুদিন আগেও যেই রভম্যান পাওয়েলকে নিতান্তই সাধারণ কেউ মনে হতো, গত দুই বছরে সেই তিনিই হয়ে উঠেছেন ‘অসাধারণ' কেউ। পাওয়ার হিটিং রক্তে থাকলেও রভম্যান মন দিয়েছেন ব্যাকরণ সম্মত ব্যাটিংয়েও। যার ভয়ংকর রূপ দেখা গেলো আজ সেঞ্চুরিয়নে, তার ব্যাটে ভর করে ৩ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এইদিন খেলা নেমে আসে ১১ ওভারে। টস হেরে যেখানে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩১ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। প্রথম বলেই ডি ককের উইকেট হারায় তারা, একপর্যায়ে দলের সংগ্রহ দাঁড়ায় ৮.৩ ওভারে ৬ উইকেটে ৭৯ রান। রেজা হেন্ড্রিক্সের ১২ বলে ২১ রান কেবল উল্লেখযোগ্য।

এরপর ডেভিড মিলার ও মাগালা মিলে ৭ম উইকেট জুটিতে ঝড় তোলেন বাইশগজে, বিধ্বংসী হয়ে উঠেন দু'জনেই। মাত্র ১৩ বলে ৪৭ রান আসে দুজনের যুগলবন্দীতে। মিলারের চার বাউন্ডারি আর তিন ছক্কায় ২২ বলে ৪৮ আর শেষ দিকে সিসান্দা মাগালার দুই ছক্কা আর এক বাউন্ডারিতে করা ৫ বলে অপরাজিত ১৮ রানে ভর করে ১৩১ রান আসে প্রোটিয়াদের স্কোরবোর্ডে।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১৭ রান আসে বেন্ডব কিংয়ের ব্যাটে, যদিও কাইল মায়ার্সের উইকেট হারায় সেই ওভারেই। পরের ওভারেও আসে ১৭ রান, এবার কিংয়ের সাথে যোগ দেন জনসন চার্লস। তৃতীয় ওভারে প্রথম বলেই কিং ফিরে গেলেও সেই ওভারে আসে ১২ রান। সব মিলিয়ে প্রথম ৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে আসে ৮৪ রান।

পরের গল্পটা শুধুই রভম্যান পাওয়েলের, ব্যাট হাতে বিধ্বংস রূপে দেখা মেলে তার। অষ্টম ওভারে ফরচুনের এক ওভারে তিন ছক্কা আর এক বাউন্ডারিতে যোগ করেন ২৫ রান। যদিও পরের ২ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা, জোড়া উইকেট শিকার করেন মাগালা৷ হ্যাট্রিকও হয়ে যায় যায় করেও হয়নি, রিভিউ নিয়ে বেঁচে যান রোস্টন চেজ৷

তবে রভম্যান পাওয়েলকে থামাতে পারেনি আফ্রিকান বোলাররা, ৩ বল থাকতেই ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। অপরাজিত থাকেন ১ চার ৫ ছক্কায় ১৮ বলে ৪৩ রানে। ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ৩ উইকেটে। সেই সাথে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবীয়রা। প্রোটিয়াদের হয়ে ২১ রানে ৩ উইকেট নেন মাগালা।

 


আরো সংবাদ



premium cement
ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সকল