২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ - ছবি : নয়া দিগন্ত

আজ মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশ সময় দুপুর ১২টায় দু’দল মুখোমুখি হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়াইয়ে নামবে দু’দল।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১ উইকেটের নাটকীয় জয় পায় বাংলাদেশ। ফলে সিরিজ ১-০তে এগিয়ে আছে টাইগাররা। বাংলাদেশের সামনে রয়েছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সম্ভাবনা। আজ জয় পেলেই সিরিজ নিশ্চিত করে ফেলবে লিটন বাহিনী। তবে ভারত যে এই ম্যাচে মরণকামড় দিবে, তা বলার অপেক্ষা রাখে না।

এগিয়ে থেকেও যে বাংলাদেশ প্রফুল্লতা নিয়ে মাঠে নামতে পারবে এমনটি নয়। প্রথমত বড় প্রতিপক্ষ আর দ্বিতীয়ত হলো দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্স। প্রথম দলের দুই কাণ্ডারি ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ তো ব্যর্থ ছিলেনই, বলা যায় সহজ লক্ষ্যটাও কঠিন করে তুলছিলেন এই দু’জনে।

তাছাড়া ধারাবাহিক ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। আরেক টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়ও ছিলেন ব্যর্থ। ফলে বাংলাদেশকে প্রতিপক্ষের পাশাপাশি ভাবতে হচ্ছে নিজেকে নিয়েও। আর প্রতিপক্ষ হিসেবে ভারত যে ছেড়ে কথা বলবে না তা নিশ্চিত। সিরিজ হেরে গেলে ভারতে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হবে।

এদিকে বাংলাদেশের জয়ী একাদশে পরিবর্তনের সম্ভাবনা শূন্য। সম্ভাবনা ছিল সদ্য চোট থেকে সেরে উঠা তাসকিনের অন্তর্ভুক্তির, তবে তা নাকচ করে দিয়েছেন প্রধান কোচ। তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চান না রাসেল ডমিঙ্গো। এদিকে বার বার ব্যর্থ হলেও নাজমুল হোসেন শান্তর উপর ভরসা রাখার কথা জানিয়েছেন কোচ। ফলে ইয়াসির আলী রাব্বিকে আজও বসে থাকতে হতে পারে বেঞ্চেই।

সম্ভাব্য একাদশ : লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সকল