২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শোয়েবের দ্রুততম ডেলিভারির রেকর্ড ভাঙবে উমরান : পারভেজ রসুল

- ছবি : সংগৃহীত

শোয়েব আখতারের দ্রুততম ডেলিভারির রেকর্ড ভেঙে দেবেন উমরান মালিক। ভারতের হয়ে খেলা জম্মু-কাশ্মীরের পারভেজ রসুল এমন ভবিষ্যদ্বাণী করেছেন।

এবারের আইপিএলে বল হাতে প্রতি ম্যাচেই আগুন জ্বালাচ্ছেন উমরান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৭ কিলোমিটার বেগে বল করেছেন তিনি।

ওই আগুনে বোলিংয়ের পরে পারভেজ রসুল মনে করেন, শোয়েবের দ্রুততম ডেলিভারির রেকর্ড এক দিন ছুঁয়ে ফেলবেন উমরান মালিক।

২০০৩ সালের বিশ্বকাপে শোয়েব আখতার দ্রুততম ডেলিভারিটি করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচে ঘণ্টায় ১৬১ দশমিক তিন কিলোমিটার বেগে বল করেছিলেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’। শোয়েব আখতার ছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের ত্রাস। তার দ্রুত গতির ডেলিভারির মোকাবেলা করা কঠিন হয়েছিল ব্যাটারদের কাছে। ইডেন টেস্টে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের স্টাম্প ছিটকে দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন এই পেসার।

শোয়েবের মতোই গতিশীল বোলিং করেন উমরান। যদিও এখনো তিনি জাতীয় দলের হয়ে খেলেননি। কিন্তু আইপিএলে ইতোমধ্যেই ২১টি উইকেট নিয়েছেন উমরান।

সানরাইজার্স হায়দরাবাদের এই দ্রুতগতির বোলারের এমন পারফরম্যান্সের পরেই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, উপত্যকার এই স্পিড স্টারের জাতীয় দলে জায়গা পাওয়া উচিত।

রসুল বলেন, উমরান মালিক আইপিএলে যেভাবে বোলিং করছে তাতে খুব শিগগির শোয়েব আখতারের দ্রুততম ডেলিভারির রেকর্ড ভেঙে দেবে। উমরান দুর্দান্ত এক ট্যালেন্ট। আইপিএলে বেশ ভাল খেলছেন উমরান। আর এটাই ভারতীয় ক্রিকেটের জন্য ভালো দিক। তরুণ প্রতিভা উঠে আসছে এবং তারা ভালো পারফরম্যান্স তুলে ধরছেন।

যার রেকর্ড ভাঙার কথা বলা হচ্ছে, সেই শোয়েব আখতারও কিন্তু প্রশংসা করেছেন উমরানের। এবারের আইপিএল পরিচিতি দিয়ে গেল উমরান মালিককে।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল