১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


‘সাকিব চাইলেই চলে আসতে পারে এখন’

সাকিব আল হাসান - ফাইল ছবি

সাকিব আল হাসান এখন দক্ষিণ আফ্রিকায়। অথচ তার পরিবারের পাঁচজন অসুস্থ। রয়েছেন হাসপাতালে। এমন অবস্থায় সাকিব চাইলে পরিবারের সাথে থাকতে পারেন বলে জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সাকিব আল হাসানের মা শিরিন আক্তার, শাশুড়ি এবং তিন সন্তান ঢাকায় দুটি হাসপাতালে চিকিৎসাধীন। আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন শিরিন আক্তার। অবস্থার অবনতি হওয়ায় কিছু দিন আগে তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।

সাকিবের তিন সন্তানকে নেয়া হয়েছে এই হাসপাতালে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান। বড় মেয়ে আলাইনা হাসান ভুগছেন ঠাণ্ডা জ্বরে। সাকিবের শাশুড়ি ভুগছেন ক্যান্সারে। সম্মিলিত সামরিক হাসপাতালে চলছে তার চিকিৎসা।

গোটা পরিবারই বলা চলে অসুস্থ। এমন অবস্থায় পরিবারের পাশে থাকা জরুরি সাকিবের। হাবিবুল বাশারও তেমন মনে করছেন, ‘ও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকাতে নিয়মিত খবর রাখছে। কি সিদ্ধান্ত নেবে সেটা পুরোপুরি নির্ভর করছে ঢাকার পরিস্থিতির উপর। এখনো সাকিবের যাওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার সকালে ঢাকার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে সাকিব।’

তিনি আরো বলেন, ‘এমন অবস্থায় বিসিবি সব ক্রিকেটারের পাশেই থাকে। সাকিব যদি প্রয়োজন মনে করে তাহলে চলে যাবে। এখন পর্যন্ত সাকিব কোনো সিদ্ধান্ত নেয়নি। পুরোটাই নির্ভর করছে তাদের (সাকিবের মা-সন্তানরা) অবস্থা কোন দিকে যাচ্ছে, এর উপর। এখন পর্যন্ত ফিরে যাওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।’


আরো সংবাদ



premium cement
শার্ক ট্যাংকে‘ওস্তাদ’ পেল ১ কোটি টাকা মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার ঢাকা মেডিক্যাল কেন্দ্রিক কোনো দালাল থাকবে না : বাহাউদ্দিন নাছিম বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুরে মুক্তিযুদ্ধের সময়কার ৩টি এলএমএনজি অস্ত্র ও গুলি উদ্ধার দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও ৫ কোটি টাকা আত্মসাতের দায়ে টিএমএসএস-এর সাবেক পরিচালকের জেল ও জরিমানা তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩০০ কেজি পাঙ্গাসের পোনা আটক আওয়ামী লীগ কারো দয়া-দাক্ষিণ্য নিয়ে ক্ষমতায় আসেনি : নানক নির্বাচনের মাঝেই ইন্ডিয়া জোট নিয়ে কেন ‘সুর বদল’ মমতা ব্যানার্জীর? গঙ্গার পানির নায্য হিস্যা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

সকল