Naya Diganta

‘সাকিব চাইলেই চলে আসতে পারে এখন’

সাকিব আল হাসান

সাকিব আল হাসান এখন দক্ষিণ আফ্রিকায়। অথচ তার পরিবারের পাঁচজন অসুস্থ। রয়েছেন হাসপাতালে। এমন অবস্থায় সাকিব চাইলে পরিবারের সাথে থাকতে পারেন বলে জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সাকিব আল হাসানের মা শিরিন আক্তার, শাশুড়ি এবং তিন সন্তান ঢাকায় দুটি হাসপাতালে চিকিৎসাধীন। আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন শিরিন আক্তার। অবস্থার অবনতি হওয়ায় কিছু দিন আগে তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।

সাকিবের তিন সন্তানকে নেয়া হয়েছে এই হাসপাতালে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান। বড় মেয়ে আলাইনা হাসান ভুগছেন ঠাণ্ডা জ্বরে। সাকিবের শাশুড়ি ভুগছেন ক্যান্সারে। সম্মিলিত সামরিক হাসপাতালে চলছে তার চিকিৎসা।

গোটা পরিবারই বলা চলে অসুস্থ। এমন অবস্থায় পরিবারের পাশে থাকা জরুরি সাকিবের। হাবিবুল বাশারও তেমন মনে করছেন, ‘ও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকাতে নিয়মিত খবর রাখছে। কি সিদ্ধান্ত নেবে সেটা পুরোপুরি নির্ভর করছে ঢাকার পরিস্থিতির উপর। এখনো সাকিবের যাওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার সকালে ঢাকার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে সাকিব।’

তিনি আরো বলেন, ‘এমন অবস্থায় বিসিবি সব ক্রিকেটারের পাশেই থাকে। সাকিব যদি প্রয়োজন মনে করে তাহলে চলে যাবে। এখন পর্যন্ত সাকিব কোনো সিদ্ধান্ত নেয়নি। পুরোটাই নির্ভর করছে তাদের (সাকিবের মা-সন্তানরা) অবস্থা কোন দিকে যাচ্ছে, এর উপর। এখন পর্যন্ত ফিরে যাওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।’