২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইতিহাস গড়লেন কোহলি

- ছবি : সংগৃহীত

সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অধিনায়কত্ব ছাড়া প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই দারুণ এক কীর্তি গড়ে ফেললেন বিরাট কোহলি।

কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টপকে বিদেশের মাটিতে এক দিনের ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান রেকর্ড এখন কোহলির দখলে।

ওয়ানডেতে ১৪৭ ম্যাচে ৫ হাজার ৬৫ রান করেছিলেন শচীন। তার চেয়ে ১১ রান কম ছিল কোহলির।

বুধবার পার্লেতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৫১ করে আউট হয়ে যাওয়ার আগে শচীনকে তিনি সহজেই টপকে যান।

অজি কিংবদন্তি রিকি পন্টিংকও ছাড়িয়ে বিদেশের মাটিতে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন কোহলি।

বিদেশের মাটিতে পন্টিংয়ের রান ছিল ৫ হাজার ৭০। নিজ দেশের বাইরে ওয়ানডেতে কোহলির মোট রান এখন ৫ হাজার ১০৫। সবার উপরে রয়েছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। তিনি ১৪৯ ম্যাচে করেছেন ৫ হাজার ৫১৮ রান।


আরো সংবাদ



premium cement