২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মুশফিকের সাথে জুটি নিয়ে যা বললেন লিটন

মুশফিকের সাথে জুটি নিয়ে যা বললেন লিটন - ফাইল ছবি

দল ছিল ভীষণ বিপদে। সেখান থেকে দলকে উদ্ধার করেন লিটন ও মুশফিক। পাক বোলারদের মোকাবেলা করে লিটন পান ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ৮২ রানে অপরাজিত ছিলেন মুশফিক। প্রথম দিনে এই জুটিতে রান আসে ২০৪।

দারুণ এই জুটি অবশ্য দ্বিতীয় দিনে হতাশা উপহার দিয়েছে। দুজনে যোগ করতে পারেন মাত্র দুই রান। ২০৬ রানে থেমে যায় দুজনের এক সাথে পথচলা। আগের দিন ১১৩ রানে অপরাজিত থাকা লিটন আউট হন এক রান যোগ করে। মুশফিক আউট হন সেঞ্চুরির আগে, ৯১ রানে।

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন শেষে মিডিয়ার সামনে কথা বলেন লিটন দাস। মুশফিকের সাথে দারুণ জুটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাইয়ার সাথে ছোট ছোট জুটি অনেক করেছি আমি। এই জুটি অনেক বড় ছিল। নিজের কাছেও অনেক ভালো লাগে যখন অপরপাশ থেকে সঙ্গী আপনাকে সাহায্য করে, মোটিভেশন দেয়। সব মিলিয়ে আমরা দুজনেই কঠিন পরিস্থিতিতে ছিলাম, দুজনেই ওভারকাম করেছি। দুজনেই দুজনকে সমর্থন দিয়েছি। এটা সবচেয়ে বড় জিনিস। ভাইয়া যেটার কারণে বারবার আমার কাছে আসছিল কারণ আমার শরীরে প্রচুর ক্রাম্প করছিল। তো যে কারণে নতুন বল আসাতে উনি বলেছে যতটুক পারা যায় চেষ্টা কর। কারণ নতুন ব্যাটসম্যান এলে তাদের জন্য কঠিন হয়ে যাবে।’

টি টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্স ছিল লিটনের। প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছে তাকে। এমন মানসিক অবস্থায় কীভাবে টেস্টের জন্য প্রস্তুতি নিয়েছেন লিটন। এ প্রসঙ্গে এই ওপেনার বলেন, ‘মানসিকভাবে বলতে গেলে... বিশ্বকাপের পর জাতীয় লিগে আমি একটা ম্যাচ খেলেছি। টেস্ট ক্রিকেটের জন্য যেটুক প্রস্তুতি দরকার সেটুকু গ্রহণ করেছি। এর থেকে বাইরে কোনো কিছু চিন্তাও করিনি, অতিরিক্ত কোনো কিছু চাইও নাই নিজের কাছে।’


আরো সংবাদ



premium cement
সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

সকল