১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


অনুশীলনে সাকিব-মোস্তাফিজ

অনুশীলনে সাকিব-মোস্তাফিজ - নয়া দিগন্ত

কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল ২০ মে। তার আগেই অনুশীলনে ফিরতে তাদের লাগত বিশেষ অনুমতি। ওই অনুমতি দ্রুত মিলে যাওয়াই মঙ্গলবারই জাতীয় ক্রিকেট দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। করেছেন অনুশীলনও।

গত ৬ মে ভারত থেকে ভাড়া করা বিমানে দেশে ফিরে ওই দিনই কোয়ারেন্টিনে চলে যান সাকিব-মুস্তাফিজ। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের ১৪ দিনের কোয়ারেন্টিন করার কথা, শেষ হওয়ার কথা ছিল ২০ মে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করলো বাংলাদেশ দল। এ দিন বিকাল সাড়ে ৪টা থেকে অনুশীলন শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন শুরু করতে দেরি হয়। টানা বৃষ্টির কারণে পরেও বেশি সময় অনুশীলন হয়নি।

অনুশীলনে ঘোষিত প্রাথমিক দলের সব ক্রিকেটারই অংশ নেন। অনুশীলন শেষে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে এক সপ্তাহ আগে হোটেলের নির্দিষ্ট কর্মকর্তা ও গ্রাউন্ডসম্যানদের আইসোলেশেনে পাঠিয়েছে বিসিবি।

করোনার কারণে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় গত ৬ মে দেশে ফেরেন সাকিব মোস্তাফিজ। ভারত থেকে ভাড়া করা বিমানে দেশে ফিরে ওই দিনই কোয়ারেন্টিনে চলে যান বাংলাদেশের এই দুই ক্রিকেটার। তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন করার কথা ছিল। কিন্তু বিসিবির অনুরোধের কারণে দুই দিন আগে ছাড় পেয়েছেন সাকিব-মোস্তাফিজ।


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় ব্যবসায়ী হত্যায় মৃত্যুদণ্ড ৭, কারাদণ্ড ৭ সাময়িক বিনোদন চূড়ান্ত সফলতার পথে অন্তরায় : শিবির সভাপতি ঝিনাইদহের এমপি আজিমের ভারতে নিখোঁজের ব্যাপারে যা জানা গেছে রাজশাহীতে মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ২ পুলিশকে মারধর জিম সেশনে ঘাম ঝরালো বাংলাদেশ দল আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ২টি হাসপাতাল সিলগালা সরকারের ইচ্ছের অভাবে উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে স্বদেশী ভাষা চালু হয়নি এমপির প্রভাব ও নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় ৫৫০ শতাংশ : টিআইবি জৈন্তাপুরে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে থাকলেও ভোটে আগ্রহ নেই ভোটারদের সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে মুদি দোকানির মৃত্যু

সকল