২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বেঙ্গালুরুকে হারিয়ে লড়াইয়ে ফিরল পাঞ্জাব

বেঙ্গালুরুকে হারিয়ে লড়াইয়ে ফিরল পাঞ্জাব - ছবি : সংগৃহীত

হারপ্রিত ব্রার অলরাউন্ডিং পারফরম্যান্স, সাথে অধিনায়ক লোকেশ রাহুলের ৯১ রানের দুর্ধর্ষ অপরাজিত ইনিংস। সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুক্রবার রাতের ম্যাচে দুরন্ত রূপে দেখা মিলল পাঞ্জাব কিংসের। হারতে হারতে ক্লান্ত পাঞ্জাব ৩৪ রানে উড়িয়ে দিয়েছে শিরোপা প্রত্যাশী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।

এই জয়ে কিছুটা লড়াইয়ে ফিরলো প্রীতির দল। সাত ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট পাঞ্জাবের, অবস্থান পঞ্চম। হারলেও সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কোহলির বেঙ্গালুরু।

আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে শেষের ঝড়ে ৫ উইকেটে ১৭৯ রান করে পাঞ্জাব। ৫৭ বলে ৯১ রানের দারুণ অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক লোকেশ রাহুল। সাত চারের সাথে তিনি হাঁকান ৫টি চার। ওয়ান ডাউনে নামা ক্রিস গেইল এদিন ঝলসে ওঠেন। খেলেন ২৪ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৪৬ রান।

মিডল অর্ডারে পুরান, হুদা ও শাহরুখ ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। তবে শেষের দিকে ১৭ বলে ২৫ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন হারপ্রিত ব্রার।

জয়ের লক্ষ্যে খেলতে নামা বেঙ্গালুরুর হয়ে এদিন কোহলি, পতিধর ও হারশা প্যাটেল ছাড়া কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। সর্বোচ্চ ৩৫ রান করেন কোহলি। পতিধর ও প্যাটেল করেন সমান ৩১ রান। মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক মারেন হারপ্রিতের বলে। হার্ড হিটার ভিলিয়ার্সও হারপ্রিতের শিকার।

সব মিলিয়ে ৪ ‍ওভারে এক মেডেনে ১৯ রানে তিন উইকেট নেয়া পাঞ্জাবের হারপ্রিত ব্রার জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। ৪ ওভারে ১৭ রানে দুটি উইকেট নেন রবি বিষ্ণু।


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

সকল