০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


অস্ট্রেলিয়া সফর না যাওয়ার হুমকি দিয়েছিলেন রবি শাস্ত্রী!

অস্ট্রেলিয়া সফর না যাওয়ার হুমকি দিয়েছিলেন রবি শাস্ত্রী! - ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জিত হাসিল করে ফেরার পর সারা দেশে ধন্য ধন্য৷ এরই মধ্যে একটা বড় খবর এসেছে৷ তাও দলের প্রধান কোচ রবি শাস্ত্রীকে ঘিরে৷ এর মধ্যে একের পর এক তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে৷ এবারের সিরিজ জিতেছে ২-১-এ৷

ভারতীয় দল অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর ফিল্ডিং কোচ শ্রীধর এক বড় গুপ্তকথা আউট করেছেন৷ অশ্বিনের সঙ্গে ইউটিউবের এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি৷ তিনি জানিয়েছেন পরিবার ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে লড়াইতে নেমেছিলেন রবি শাস্ত্রী৷ তিনি বোর্ডকে ধমকি দিয়েছিলেন তিনি অস্ট্রেলিয়া যাবেন না৷

আর অশ্বিনকে শ্রীধর জানিয়েছেন, ‘যখন আমরা দুবাইতে কোয়ারেন্টাইন ছিলাম তখন অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ৪৮ ঘণ্টা বাকি তখন জানা যায়, অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে যাওয়া যাবে না৷ এই ৪৮ ঘণ্টায় দুবাই, ভারত এবং অস্ট্রেলিয়ায় কথা হতে থাকে৷ পরিবারকে নিয়ে যাওয়ার বিষয়ে একমতে পৌঁছানো যাচ্ছিল না৷ বলা হয়েছিল, অস্ট্রেলিয়া সরকার এই নিয়ে খুব কঠিন মনোভাব নিয়ে রয়েছে৷ দলের সাতজন ক্রিকেটার পরিবারে সঙ্গে ছিলেন৷ এরপর তারা রবি শাস্ত্রীকে নিজেদের দলে নেন৷ এরপর জুমে বৈঠক হয়৷ তিনি বিসিসিআইকে পরিষ্কার জানিয়ে দেন যে যদি পরিবারকে নিয়ে যাওয়ার অনুমতি না পাওয়া যায় তাহলে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হবে না৷

রবি শাস্ত্রী বলে দেন, তিনি ৪০ বছর ধরে অস্ট্রেলিয়া যাচ্ছেন তার চেয়ে ভালো অস্ট্রেলিয়াকে কেউ চেনে না৷ এরপরেই বোর্ড পরিবার নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার অনুমতি দেয়৷

শুক্রবার ভারতের বোলিং কোচ ভরত অরুণও শাস্ত্রী বড় তথ্য সামনেএনেছেন৷ রবি শাস্ত্রীই অজি ব্যাটসম্যানদের লেগ সাইড ট্র্যাপে ফেলার কথা বলেছিলেন৷ ভারতীয় বোলাররা স্টিভ স্মিথ ও লাবুসেনকে শরীর লক্ষ্য করে বল করার স্ট্র্যাটেজি দিয়েছিলেন৷ এরই জেরে এই দুই ক্রিকেটার আউট হচ্ছিলেন৷ রবি শাস্ত্রী গত বছর থেকে স্ট্র্যাটেজি তৈরির কাজ শুরু করেছিলেন৷ এই নিয়ে বিরাট কোহলির সঙ্গেও আলোচনা হয়েছিল৷
সূত্র : নিউজ ১৮


আরো সংবাদ



premium cement
সিরিজে এগিয়ে যাবার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭

সকল