২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দলকে জেতাতে পেরে খুশি তামিম

দলকে জেতাতে পেরে খুশি তামিম - ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচেই জয় পেতে পারত বরিশাল। হয়নি। মিরাজের করা শেষ ওভারে চার ছক্কা মেরে ম্যাচ ছিনিয়ে নেন খুলনার আরিফুল। তবে বঙ্গবন্ধু টি-২০ কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল ঠিকই জিতেছে। হারিয়েছে টানা দুই জয়ে উড়তে থাকা মিনিস্টার গ্রুপ রাজশাহীকে।

শনিবারের ম্যাচে বরিশালের জয়ের নায়ক অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ম্যাচে মাত্র ১৫ রান করলেও দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফেরেন তিনি। ৬১ বলে খেলেন ৭৭ রানের জ্বলজ্বলে ইনিংস। তার ইনিংসে ছিল ১০টি চার ও তিনটি ছক্কার মার। ফলে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনিই।

দলকে জেতাতে পেরে খুশি তামিম ইকবাল। একটা বড় ইনিংস খেলা খুব দরকার ছিল, আর সেটা তিনি করতে পেরেছেন। যা সামনের ম্যাচগুলোতে তামিমকে উদ্দীপ্ত করবে।
ম্যাচের পর তামিম ইকবাল বলেন, ‘আমার বড় একটা ইনিংস খেলা খুবই দরকার ছিল। শেষের কয়েকটি ম্যাচে যদি দেখেন আমি শুরুটা ভালো করছিলাম, কিন্তু ইনিংস বড় হচ্ছিল না। আমি খুশি যে বড় একটা ইনিংস খেলতে পেরেছি, দলের জয়ে অবদান রাখতে পেরেছি। আমি খুশি।’

টুর্নামেন্টে অনেক সিনিয়র প্লেয়ার আছেন, যারা নামের সুবিচার করতে পারছে না। সাকিব, রিয়াদ, মুশফিকসহ অনেকেই আছেন এই তালিকায়। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘কয়েকটি ম্যাচ গেছে। আশা করি সিনিয়ররা রানে ফিরবে। অভিজ্ঞতার একটা ব্যাপার আছে।’


আরো সংবাদ



premium cement