২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিরিজে ঘুরে দাঁড়াবে পাকিস্তান: মিসবা

সিরিজে ঘুরে দাঁড়াবে পাকিস্তান: মিসবা - ফাইল ফটো

ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে পাকিস্তান ঘুরে দাঁড়াবে বলে মনে করেন পাক কোচ মিসবা-উল হক৷ করোনাভাইরাসের কারণে প্রায় ছ’মাস মাঠের বাইরে থাকা পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট হেরেছে৷

করোনা আবহে পাকিস্তানের এটাই প্রথম সিরিজ হলেও ইংল্যান্ডের এটি দ্বিতীয় সিরিজ৷ জুলাইয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলেছে রুটবাহিনী৷ প্রথম টেস্ট হেরেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ জিতেছে ইংল্যান্ড৷

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের রেকর্ড আশা জাগাচ্ছে পাকিস্তানকে৷ কারণ গত ১০ বছরে ইংল্যান্ডর বিরুদ্ধে টেস্ট সিরিজ হারেনি পাকিস্তান৷ এবারও প্রথম টেস্টে প্রথম ইনিংসে একশোর বেশি রানের লিড নিয়েও হেরেছে পাকিস্তান৷ ২৭৭ রান করতে নেমে ১১৭ রানে পাঁচ উইকেট হারালেও ক্রিস ওকস ও জোস বাটলারের ব্যাটে তিন উইকেটে প্রথম টেস্ট জিতে নেয় ইংল্যান্ড৷ ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা হন ওকস৷

কিন্তু দ্বিতীয় টেস্টে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী পাকিস্তান কোচ৷ মিসবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত একটি কলামে লিখেছেন, ‘আপনি হেরে গেলে নিজেকে অভিশাপ দেয়া সহজ। তবে, আমাদের মনে রাখা উচিত যে, আমরা খেলার শেষ সেশন পর্যন্ত এগিয়ে ছিলাম। আমরা সিরিজে ফিরে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করব৷ আমি বিশ্বাস করি, দল হিসেবে আমরা তা করতে সক্ষম।’

ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তান হারলেও ওপেনার শান মাসুদের ১৫৬ রানের দূরন্ত ইনিংস এবং লেগ-স্পিনার ইয়াসির শাহের আট উইকেট দলের কাছে অত্যন্ত ইতিবাচক৷ প্রথম ইনিংসে ৩২৬ রান তোলা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৭৯ রানে শেষ হয়ে যায়৷ স্বভাবতই এতে হতাশ পাক কোচ৷

মিসবা বলেন, ‘অবশ্যই আমাদের ১০ থেকে ১৫ শতাংশ উন্নতি করতে হবে এবং চাপের মুখে আমাদের আরো ভালোভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে৷ এর জন্য আমাদের মানসিকভাবে হতাশ হওয়া উচিত নয়৷’

কোচ তথা প্রাক্তন পাক অধিনায়ক আরো বলেন, ‘অবশ্যই হতাশা রয়েছে৷ তবে আমাদের এই অনুভূতিটি মনে মনে রাখা উচিত নয়৷ না-হলে আমাদের ফিরে আসা কঠিন হবে৷ তবে দল বিশ্বাস করে আমরা ফিরে আসবই৷’

প্রথম টেস্টে হারের জন্য আজহার আলির নেতৃত্বকে দুষেছেন প্রাক্তনরা৷ তবে এ নিয়ে আলির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক তথা ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বাদশ ব্যক্তি সরফরাজ আহমেদ৷


আরো সংবাদ



premium cement
বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী

সকল