২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইংল্যান্ড-পাকিস্তান টেস্টে পায়ের ‘নো’ ধরবেন থার্ড আম্পায়ার

ইংল্যান্ড-পাকিস্তান টেস্টে পায়ের ‘নো’ ধরবেন থার্ড আম্পায়ার - ছবি : সংগৃহীত

বুধবার থেকে শুরু হওয়া ইংল্যান্ড ও পাকিস্তান টেস্ট সিরিজে দিয়েই বোলারাদের সামনের পায়ের ‘নো বল’ ধরার প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতদিন সাধারনত অন-ফিল্ড আম্পায়াররাই পায়ের নো-বল দিতেন ।

বুধবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারা জানায়, ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে দুই দলের সম্মতিতে সামনের পায়ের ‘নো বল’ এর জন্য প্রযুক্তি ব্যবহার করা হবে। এই তিন টেস্টে প্রযুক্তিটির পারফরম্যান্স পর্যালোচনা করে ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে এটির ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি বলের পর বোলারের সামনের পায়ের অবস্থান দেখে মাঠের আম্পারের সাথে কথা বলবেন থার্ড আম্পায়ার। এক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের নির্দেশনা ছাড়া পায়ের ‘নো বল’ ডাকতে পারবেন না মাঠের আম্পায়াররা। বাকি সব নো বলের সিদ্ধান্ত মাঠ থেকে নিতে পারবেন অন-ফিল্ড আম্পায়াররা।

মঙ্গলবার শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজেও সফলভাবে ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি।

২০১৬ সালে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজে প্রথমবার পরীক্ষামূলকভাবে পায়ের ‘নো বলের’ সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দেয়া হয়েছিল থার্ড আম্পায়ারকে।

এরপর ২০১৯ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের সিরিজে পায়ের ‘নো বল’ দেখার দায়িত্বে ছিল থার্ড আম্পায়ারের।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কট’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক

সকল