২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

টি-২০ বিশ্বকাপ স্থগিতের ঘোষণা চলতি সপ্তাহেই

- সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে, করবে-না, এ নিয়ে সিদ্বান্তহীনতায় দুলছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল দু’মাসে তিনবার বৈঠক করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি।

আইসিসি কোনো সিদ্বান্ত নিতে না পারলেও, বিশ্বকাপ আয়োজনের পক্ষে এখন পর্যন্ত ক্রিকেট বিশেষজ্ঞরা-সাবেক, বর্তমান ক্রিকেটাররা কেউই মত দেননি। সকলেই বিশ্বকাপ আয়োজনের বিপক্ষেই ছিলেন। এমনকি আয়োজক দেশ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছিলো, এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সভাপতি আর্ল হেডিংস বলেছিলেন, করোনার মধ্যে এ টুর্নামেন্ট আয়োজন ‘অবাস্তব’ এবং ‘কঠিন’।
তবে অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম প্রতিবেদন দিয়েছে, অক্টোবরে টি-২০ বিশ্বকাপের ভাগ্য ঠিক হয়ে গেছে। এ বছরের নির্ধারিত টি-২০ বিশ্বকাপ হচ্ছে না।

‘টেলিগ্রাফ’ ও ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে এই সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে টি-২০ বিশ্বকাপ স্থগিত ঘোষণা করা হবে।

আগামী ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা রয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু আগামী বছরও টি-২০ বিশ্বকাপ রয়েছে। যেটির আয়োজক ভারত। তাই এক বছরে দু’টি বিশ্বকাপ আয়োজন করবে না আইসিসি। তাই পরপর দু’টি বিশ্বকাপ নিয়েও বড় ধরনের চিন্তায় পড়তে হবে আইসিসিকে।

এ বছর টি-২০ বিশ্বকাপ স্থগিত হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সম্ভাবনা অনেক বেশি। শ্রীলংকা বা সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে পারে আইপিএল। ভারতে করোনা সংক্রমনের হার দিন দিন বেড়ে চলার কারণে বিদেশের মাটিতে হতে পারে আইপিএল। বাসস


আরো সংবাদ



premium cement
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায়

সকল