০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


আক্রান্ত আরো সাত পাকিস্তানি ক্রিকেটার

আক্রান্ত আরো সাত পাকিস্তানি ক্রিকেটার - ছবি : সংগৃহীত

আগস্টে হতে চলা তিন ম্যাচের টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে চলতি সপ্তাহেই ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। আসন্ন সফরের কথা মাথায় রেখে রোববার ২৯ জন ক্রিকেটারের করোনা টেস্ট করায় পিসিবি। তার মধ্যে সোমবার তিন ক্রিকেটার হায়দার আলি, হ্যারিস রউফ ও শাদাব খানের কোভিড পজিটিভ ধরা পড়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১০। মঙ্গলবার নতুন করে আরো সাত পাক ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সাত ক্রিকেটার হলেন ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মহম্মদ হাফিজ, মুহম্মদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ।

এছাড়া দলের এক সার্পোট স্টাফের রিপোর্টও পজিটিভ এসেছে। তবে বাকি সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে এখনও শোয়েব মালিক, কোচ ওয়াকার ইউনিস ও ক্লিফে ডেকনের টেস্ট হয়নি। বৃহস্পতিবার ফের একবার দলের সকলের করোনা টেস্ট করা হবে বলে পিসিবি জানিয়েছে।

দলের ১০ ক্রিকেটারের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়তেই পাকিস্তানের আসন্ন ইংল্যান্ড সফর নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। যদিও যাবতীয় সংশয় উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট ডিরেক্টর অ্যাশলে জাইলস। ভিডিও কলের মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘সিরিজ শুরু হতে এখনো অনেক সময় বাকি। ফলে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। পাকিস্তানি ক্রিকেটারদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়াটা অবশ্যই চিন্তার বিষয়। আপাতত বাকি ক্রিকেটারদের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। যদি আরো পজিটিভের সংখ্যা পাওয়া যায়, তখন বিকল্প চিন্তাভাবনা করতে হবে আমাদের।’

পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে ইংল্যান্ড সফরে যাওয়া ঝুঁকি হয়ে যাবে বলে জানিয়েছেন পাকিস্তান দলের মেডিক্যাল ডিরেক্টর সোহেল সালিম। তবে জাইলস আপাতত আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে মনোসংযোগ করছেন। তিনি বলেন, ‘যেভাবে গোটা বিশ্বে এই সংক্রমণ এখনো দাপট দেখাচ্ছে, সেখানে কোনো কিছুই অসম্ভব নয়। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঘিরে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে।’

মঙ্গলবার ইংল্যান্ডের ক্রিকেটারদের ফের করোনা টেস্ট হলো। আগামী ৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবেন বেন স্টোকসরা। তার আগে গোটা দল স্টেডিয়াম সংলগ্ন হোটেলে আইসোলেশনে ছিল। মঙ্গলবার দ্বিতীয় দফায় করোনা টেস্ট হওয়ার পর বৃহস্পতিবার থেকে প্রস্তুতিতে নেমে পড়ার কথা ইংল্যান্ডের ক্রিকেটারদের। আপাতত দু’ভাগে সকালে ও বিকালে আলাদা সেশনে অনুশীলন হবে। ওয়েস্ট ইন্ডিজ দলেরও সোমবার ১৪ দিনের কোয়ারেন্টাইনের পর্ব শেষ হয়েছে। তাদেরও পুনরায় করোনা টেস্ট হবে। তারপর অনুশীলনে নামবে হোল্ডারবাহিনী।

সূত্র : বর্তমান


আরো সংবাদ



premium cement