৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


খেলোয়াড়দের জন্য বিসিবির ৫০ লাখ টাকার চেক

খেলোয়াড়দের জন্য বিসিবির ৫০ লাখ টাকার চেক - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে মাঠে খেলা নেই, ফলে খেলোয়াড়দের উপর্জনও নেই। এমন সময়ে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ৫০১টি দশ হাজার টাকার আর্থিক অনুদানের চেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে তুলে দেন।

চেকগুলো ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ফেডারেশনগুলোর মধ্যে ২৩টি ফেডারেশনের খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

চেক হস্তান্তরের এ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ আক্তার হোসেন ও বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে, করোনাভাইরাসের কারণে সংকটে পড়া এবং কোনো ধরনের চুক্তিতে না থাকা অসহায় ক্রিকেটারদের সহায়তার হাত বাড়িয়ে দেয় ক্রিকেট বোর্ড।

ঈদের আগেই দেড় হাজারের বেশি ক্রিকেটারকে অর্থনৈতিক সহায়তার পরিকল্পনা করছে বিসিবি। যাতে ক্রিকেটাররা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন।


আরো সংবাদ



premium cement