০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


জম্মু-কাশ্মিরের পাশেই সৌরভ

- ফাইল ছবি

কোনো পরিস্থিতিতে জম্মু ও কাশ্মিরের ক্রিকেট উন্নয়নের কাজ থেমে থাকবে না। সোমবার সেই বার্তা স্পষ্ট করে দিলেন বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

সোমবার মুম্বইয়ে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যায় জম্মু ও  কাশ্মিরের এক প্রতিনিধিদল। যে দলে ছিলেন রাজ্য দলের অধিনায়ক পারভেজ রসুল, জম্মু ও  কাশ্মির দলের মেন্টর ইরফান পাঠান এবং রাজ্য ক্রিকেট সংস্থার এক আধিকারিক। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সৌরভের সঙ্গে জম্মু ও  কাশ্মিরের সার্বিক ক্রিকেট উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত রাজ্য ক্রিকেট সংস্থার আধিকারিক বলেছেন, ‘‘বোর্ড প্রেসিডেন্ট প্রতিনিধিদলের সদস্যদের কথা মন দিয়ে শুনেছেন। আমরা তার কাছে অনুরোধ করেছি যাতে জম্মু ও  কাশ্মির ক্রিকেট উন্নয়নে তাঁর সহায়তা পাই। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।’’

রাজনৈতিক অস্থিরতার কারণে এই মুহূর্তে নিজেদের ঘরে কোনও ম্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না পারভেজ রসুলরা। শোনা গিয়েছে, জম্মুতে ম্যাচ আয়োজনের ব্যাপারে সৌরভ বিশেষ উদ্যোগ নিতে চলেছেন। ওই আধিকারিক বলেছেন, ‘‘আশা করছি, জম্মুতে আবার রাজ্য দল ম্যাচ খেলতে পারবে। জম্মুতে একটি কলেজের বড় মাঠ রয়েছে। সেই মাঠের উন্নতি করার কাজ শুরু হবে। খুব সম্ভবত সেখানেই প্রথম শ্রেণির ম্যাচগুলি হবে।’’

এই মুহূর্তে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জম্মু ও  কাশ্মির দল তাদের ম্যাচগুলি খেলছে সুরাতে।  এখনও পর্যন্ত আশাব্যঞ্জক ফলও করতে পারেনি তারা। তিন ম্যাচে জিতেছে একটি ম্যাচে। হার দুই ম্যাচে। প্রশ্ন উঠছে, রসুলরা কবে ঘরে খেলার সুযোগ পাবেন? জম্মু ও  কাশ্মির ক্রিকেট সংস্থার এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, সৌরভ জানিয়েছেন, আগামী দেড় মাসের মধ্যে সেই ছবিটা অনেক স্পষ্ট হয়ে যাবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল