০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


পাকিস্তান দলে ফিরছেন ফাওয়াদ

- ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় দলের বাইরে থাকা বাঁ-হাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলমকে আবারো দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে রাখা হতে পারে বলে জানিয়েছেন দলের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ-উল হক।

পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ বলেন, ফাওয়াদের পারফরম্যান্স এবং ফিটনেস দুটোই উন্নতমানের। সম্প্রতি কায়েদ-ই আজম ট্রফিতে সিন্ধুর হয়ে দারুণ পারফরম্যান্স করছেন এই ব্যাটসম্যান। দলটির কোচ আজম খান বলেন, টিম ম্যানেজম্যান্ট চাইলে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলে তাকে রাখতে পারে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও তার ব্যাপারে ভাবছে। তাকে দলে রাখার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

ফাওয়াদ আলম সিন্ধুর হয়ে খেলছেন কায়েদ-ই আজম ট্রফিতে। পাঁচ ইনিংসে ৪০ গড়ে ১৬০ করেছেন তিনি।  হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরিও।

করাচিতে জন্মগ্রহণ করা ফাওয়াদ পাকিস্তানের হয়ে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে ১৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন । ২০১৫ সালে এশিয়া কাপ জয়ের পেছনেও দলের হয়ে অন্যতম ভূমিকা রাখেন তিনি।

নভেম্বরের ২১ তারিখ ব্রিসবেনে প্রথম টেস্ট অজিদের মুখোমুখি হবে পাকিস্তান। শেষ টেস্ট ম্যাচটি অনুঠিত হবে ২৯ নভেম্বর থেকে।

সূত্র : ক্রিকেট পাকিস্তান


আরো সংবাদ



premium cement