০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


গম্ভীরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে আফ্রিদির

- ছবি : সংগৃহীত

গত কিছুদিন ধরেই চলছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি ও ভারতের ওপেনার ব্যাটসম্যান গৌতম গম্ভীরের মদ্যে চলছে বাকযুদ্ধ। মাঠ ও মাঠের বাইরের গম্ভীরের সঙ্গে আফ্রিদির সম্পর্ক কখনো ভালো ছিল না। নতুন করে ভারত ও পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটারের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই। গম্ভীরকে পরোক্ষভাবে অশিক্ষিত বলেছেন আফ্রিদি

শহীদ আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ প্রকাশের পর থেকেই একের পর এক বোমা ফাটছে। নিজের আসল বয়স জানানোর পাশাপাশি ২০১০ সালের স্পট ফিক্সিং নিয়েও এই বইয়ে মুখ খুলেছেন আফ্রিদি। শুধু কি তাই? সে বইয়ে পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনিস ও ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের কঠোর সমালোচনাও করেছেন সাবেক এ অলরাউন্ডার।

এর পর থেকেই আফ্রিদি ও গম্ভীরের মধ্যে শুরু হয়েছে শীতল যুদ্ধ। সুযোগ পেলেই মুখের কথায় কেউ কাউকে এক হাত নিতে ছাড়ছেন না। এবার তো গম্ভীরকে পরোক্ষভাবে ‘অশিক্ষিত’ বলেছেন আফ্রিদি।

সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন গম্ভীর। পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে ভারতের খেলা উচিত নয় বলে মন্তব্য করেন ভারতীয় সাবেক ওপেনার, ‘বিশ্বকাপে কিংবা এর পরে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত নয়। এমনকি কিছু পয়েন্ট হারাতে হলেও না। যোদ্ধারা যেখানে নিজেদের প্রাণ দিচ্ছেন, সেখানে ফাইনাল হলেও খেলা উচিত নয়।’

গম্ভীরের এমন মন্তব্যে শুনে বসে থাকবেন থাকবেন আফ্রিদি, তা হতেই পারে না। তেলে বেগুনে জ্বলে উঠে ভারতীয় সাবেক ওপেনারের দিকে রীতিমতো বাক্যবাণ ছুড়েছেন। পরোক্ষভাবে গম্ভীরকে অশিক্ষিত বলেছেন, ‘আপনি কি মনে করেন ‍বলার সময় গম্ভীর বুদ্ধি খাটিয়েছে? কখনো কোনো সচেতন মানুষের কথা হতে পারে এটা? কোনো শিক্ষিত লোক কি এমন কথা বলতে পারে?’

এমন কথার পাল্টা জবাব হিসেবে এখনো কিছু বলেননি গম্ভীর। তবে সাম্প্রতিক অতীত জানা থাকলে গম্ভীর যে বসে থাকার মানুষ নন, তা অনুমেয়। এর আগে আফ্রিদিকে মানসিক রোগী বলেছিলেন গম্ভীর। এবার অশিক্ষিত এর পাল্টা হিসেবে কোন শট বেছে নেন ভারতীয় সাবেক ওপেনার, তার অপেক্ষা।

মাঠ ও মাঠের বাইরের গম্ভীরের সঙ্গে আফ্রিদির সম্পর্ক কখনো ভালো ছিল না। ২০০৭ সালে কানপুরে ভারত-পাকিস্তান ওয়ানডেতে মাঠের মধ্যে বিরোধে জড়িয়ে দুজনেই আচরণবিধি ভেঙেছিলেন। ওই ঘটনার পর বেশ কয়েকবার বাগ্‌যুদ্ধে লড়েছেন দুই সাবেক ক্রিকেটার।


আরো সংবাদ



premium cement
হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী নারীর বিরুদ্ধে সহিংসতা : অস্ট্রেলিয়ায় পর্ন সাইটেও নজরদারি

সকল