০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


মোস্তাফিজের দ্বিতীয় শিকার সেঞ্চুরিয়ান গাপটিল

সেঞ্চুরির পথে গাপটিল - ছবি : সংগৃহীত

ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান গাপটিল। মোস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে ফেরত যাওয়ার আগে তুলে নিয়েছেন এই সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। তবে নেপিয়ারের প্রথম ম্যাচের তুলনায় আজকের ম্যাচে ছিলেন তিনি অনেকটা লড়াকু মেজাজে। মাত্র ৮৮ বলে চারটি ছয় ও ১৪টি চারের সাহায্যে করেন ১১৮ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০০ রান। ৫৩১ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ৫ রানে তাকে সঙ্গ দিচ্ছেন রস টেইলর। এর আগে ১৪ রান করে আউট হয়ে গেছেন হেনরি নিকোলস। নিউজিল্যান্ডের দুটি উইকেটই পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের ইনিংসে মোহাম্মদ মিঠুন লড়াই করলেন একাই। সেই সুবাদে বাংলাদেশের সংগ্রহ হলো ২২৬। বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২২৬ রানে অল আউট হয়ে যায়। মিঠুন হাফসেঞ্চুরি করেছেন। তার কাছাকাছি গিয়েছিলেন কেবল সাব্বির রহমান (৪৩)।

ক্রাইস্টচার্চের বৃষ্টিভেজা মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে আবারো বিপদে পড়ে বাংলাদেশের ব্যাটসম্যানেরা। একের পর এক ব্যাটসম্যান সাজঘরে ফিরে যেতে থাকে কিউইদের শিকার হয়ে। বিশেষ করে টপ অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। একমাত্র মোহাম্মদ মিঠুন হাফসেঞ্চুরি করে দলের লজ্জা কিছুটা কমিয়ে দিতে পেরেছিলেন। তিনি ৫৭ রান করে বিদায় নেন। এছাড়া মুশফিক ২৪ ও সৌম্য ২২ রান করেন।

আজ টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতা সঙ্গী হয় বাংলাদেশের। একে একে সাজঘরে ফিরে যান লিটন দাস (১), তামিম ইকবাল (৫), সৌম্য সরকার (২২), মুশফিকুর রহীম (২৪), মাহমদুল্লাহ (৭), মোহাম্মদ মিঠুন (৫৭), মেহেদী হাসান মিরাজ (১৬), সাব্বির রহমান (৪৩), মোহাম্মদ সাইফুদ্দিন (১০), মাশরাফি মর্তুজা (১৩)। মোস্তাফিজুর রহমান ৫ রানে অপরাজিত থাকেন।
আজ মুশফিক তার ক্যারিয়ারের ২০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন।

বাংলাদেশ মাঠে নামে প্রথম ওয়ানডের একাদশ নিয়েই।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, টড অ্যাস্টল, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।


আরো সংবাদ



premium cement