১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


নিউজিল্যান্ড সিরিজে জয়-পরাজয়ে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে কতটা প্রভাব পড়বে?

নিউজিল্যান্ড সিরিজে জয়-পরাজয়ে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে কতটা প্রভাব পড়বে?
নিউজিল্যান্ড সিরিজে জয়-পরাজয়ে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে কতটা প্রভাব পড়বে? - সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেও আইসিসি র‌্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হবে না বাংলাদেশ ক্রিকেট দলের। ২-১ ব্যবধানে বা নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও র‌্যাঙ্কিংয়ে সপ্তমস্থানেই থাকবে টাইগাররা। তবে ২-১ বা ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে রেটিংয়ে উন্নতি হবে মাশরাফির দলের। আসন্ন সিরিজে ফলের ওপর দুই দলের কতটুকু উন্নতি হবে সেদিকে চোখ বুলানো যাক।

বর্তমানে ১১১ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ে চতুর্থস্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৯৩ রেটিং নিয়ে সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ।

৩-০ ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিতলে তাদের রেটিং হবে ৯৭, নিউজিল্যান্ডের হবে ১০৭। তবে র‌্যাঙ্কিংয়ে দু’দলের কোনো পরিবর্তন হবে না।

৩-০ ব্যবধানে নিউজিল্যান্ড সিরিজ জিতলে তাদের রেটিং হবে ১১২, বাংলাদেশের হবে ৯০। তখন র‌্যাঙ্কিংয়ে তৃতীয়স্থানে উঠবে নিউজিল্যান্ড। বাংলাদেশ থাকবে সপ্তমস্থানে।

২-১ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং হবে ৯৫, নিউজিল্যান্ডের হবে ১০৯। তবে র‌্যাঙ্কিংয়ে দু’দলের কোনো পরিবর্তন হবে না।

২-১ ব্যবধানে নিউজিল্যান্ড সিরিজ জিতলে তাদের রেটিং থাকবে ১১১তেই, বাংলাদেশের থাকবে ৯৩তেই। র‌্যাঙ্কিংয়েও দু’দলের কোনো পরিবর্তন হবে না।

ড্র’তে সিরিজ শেষ হলে, নিউজিল্যান্ডের রেটিং হবে ১১০। বাংলাদেশের থাকবে ৯৩তে। এক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ে দু’দলের কোনো পরিবর্তন হবে না।

বাংলাদেশের দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক, প্রথম দুই ম্যাচ), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মানরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, রস টেলর, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু
১৩ ফেব্রুয়ারি ২০১৯ প্রথম ওয়ানডে নেপিয়ার
১৬ ফেব্রুয়ারি ২০১৯ দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চ
২০ ফেব্রুয়ারি ২০১৯ তৃতীয় ওয়ানডে ডুনেডিন
২৮ ফেব্রুয়ারি-৪ মার্চ ২০১৯ প্রথম টেস্ট হ্যামিল্টন
৮-১২ মার্চ ২০১৯ দ্বিতীয় টেস্ট ওয়েলিংটন
১৬-২০ মার্চ ২০১৯ তৃতীয় টেস্ট ক্রাইস্টচার্চ


আরো সংবাদ



premium cement