০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


রাজশাহীর সহজ সংগ্রহ দ্রুত তুলে নিচ্ছে রংপুর

রাজশাহীর সহজ সংগ্রহ দ্রুত তুলে নিচ্ছে রংপুর
রিলি রুশো - সংগৃহিত

রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করেছে রাজশাহী কিংস। এই লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত রান তুলে নিচ্ছে রংপুরের ব্যাটসম্যানরা। তবে শুরুতে ফিরে যান ক্রিস গেইল। ব্যাট হাতে এবারো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে অপর ওপেনার অ্যালেক্স হেলস (১৬) ঠিকই ক্রিজে আছেন। তার সঙ্গী হিসেবে আছেন রিলি রুশো (২৬)। চার-ছক্কার হাঁকিয়ে মুলত তিনিই দলের সংগ্রহ বাড়িয়ে যাচ্ছেন। রংপুরের সংগ্রহ এখন আট ওভারে এক উইকেটে ৪০ রান।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে নেমে রংপুরের বোলারদের বিপক্ষে শুরুতেই চাপে পড়ে যায় রাজশাহী। ২৮ রানের মধ্যে দুটি উইকেট হারিয়ে বসে তারা।

তৃতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার ও ইংল্যান্ডের লোরি ইভান্স। কিন্তু দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সৌম্য ১৪ ও ইভান্স ৩৫ রানে থামেন।

এরপর শেষের দিকে দক্ষিণ আফ্রিকার ক্রিস্টিয়ান জঙ্কার ১৬, ফজলে মাহমুদ ১৮ ও কায়েস আহমেদ ২২ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার পুঁজি এনে দেন।

রংপুরের ফরহাদ রেজা শিকার করেন তিনটি উইকেট।

দশ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর। সমানসংখ্যক ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রাজশাহী।

রংপুর রাইডার্স একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রিলি রৌসু, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম ও শহিদুল ইসলাম।

রাজশাহী কিংস একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জনসন চালর্স, সৌম্য সরকার, লরি ইভান্স, ক্রিস্টিয়ান জঙ্কার, মোমিনুল হক, ফজলে মাহমুদ, কাইস আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি ও মোস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement