০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


সৌম্যের পথ ধরলেন আইয়ুব

উইকেট শিকারের পর ফ্রাইলিংক নিয়ে সতীর্থদের উল্লাস - সংগৃহিত

চিটাগং ভাইকিংসের দুর্ধর্ষ পেসার রবি ফ্রাইলিংকের হাতে প্রথমেই ফ্রাই হন ওপেনার সৌম্য সরকার। এরপর খালেদ আহদেমের শিকার হন মার্শাল আইয়ুব। মাত্র ১ রান করেই সাজঘরে ফিরেন তিনি। এর আগে ৩ রানে বিদায় নেন সৌম্য।

এখন রাজশাহীর সংগ্রহ ৬ ওভারে ১০ রান। ক্রিজে আছেন সানজামুল ইসলাম ও খালেদ আহমেদ।

এর আগে টস জিতে রাজশাহীকে ব্যাট করতে পাঠায় চিটাগং। দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়।

রাজশাহী কিংস একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লোরি ইভান্স, সৌম্য সরকার, মার্শাল আইয়ুব, রায়ান টেন দোয়েশ্চেত, আরাফাত সানি, জাকির হাসান, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জঙ্কার, মোস্তাফিজুর রহমান ও কামরুল ইসলাম রাব্বি।

চিটাগং ভাইকিংস একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইয়াসির আলি, ক্যামেরন ডেলপোর্ট, আবু জায়েদ, রবি ফ্রাইলিংক, মোসাদ্দেক হোসেন, নাজিবুল্লাহ জাদরান, নাইম হাসান, সানজামুল ইসলাম ও খালেদ আহমেদ।


আরো সংবাদ



premium cement