১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


টস জিতেছে বাংলাদেশ

-

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০'তে টস জিতেছে বাংলাদেশ। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। দুপুর সাড়ে ১২টায় সিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর টি-২০ সিরিজও জয়ের জন্য মরিয়া টাইগাররা। তাই সেরা দল নিয়েই মাঠে নামতে চাইবে স্বাগতিকেরা।

আসন্ন বিশ্বকাপের আগে ফর্ম ধরে রাখার জন্য আজকের ম্যাচে জ্বলে উঠতে চাইবেন সৌম্য সরকার, লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। এ ছাড়া পঞ্চস্তম্ভের চারজন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও যথেষ্ট ভূমিকা রাখতে হবে।

লিটন দাস কিংবা সৌম্য সরকারের মধ্যে যেকোনো একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের পরিবর্তে রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপুর খেলার সম্ভাবনা রয়েছে। অবশ্য টি-২০ তে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারছেন না লিটন। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ফর্মে আছেন সৌম্য। টেস্ট আর ওয়ানডে দলে থাকলেও একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি আরিফুল হকের। আজ তার খেলার সম্ভাবনা রয়েছে।

চলতি বছর টি-২০-এর ১৩ ম্যাচের মধ্যে নয়টি হেরেছে বাংলাদেশ। বছরটা জয় দিয়ে শেষ করতে পারবে কি না, তাই দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।

ওয়েস্ট ইন্ডিজ দল : কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরোন হেটমায়ার, ফ্যাবিয়ান অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, খারি পিয়েরে, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, সাই হোপ, শেরফান রাদারফোর্ড, শেলডন কট্রেল ও ওসানে থমাস।


আরো সংবাদ



premium cement
সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা রংপুরে রেয়াত পদ্ধতি চালুসহ ৪ দফা দাবিতে মানববন্ধন নতুন কোচের সন্ধানে বিসিসিআই, তাহলে কি দ্রাবিড়ের বিদায়! থাইল্যান্ডে এ বছর হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে : সরকার নির্বাচন শেষ হলে আরো সত্য ঘটনা সামনে আসবে, ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে শাহজাহান রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রামে জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন ৭ ক্রুসহ ১৯১ যাত্রী ভূরুঙ্গামারীতে ভটভটিতে উঠতে গিয়ে শিশু নিহত প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী দুমকীতে হত্যা মামলার আসামি বাবা-ছেলে গ্রেফতার ১২ সপ্তাহের যুদ্ধবিরতি : যেখানে আপত্তি ইসরাইলের

সকল