১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


রোহিতকে থামানো অসম্ভব : ম্যাক্সওয়েল

রোহিত শর্মা -

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের চাবিকাঠি হয়ে উঠতে পারেন রোহিত শর্মা। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক ভিডিও সাক্ষাত্কারে রোহিতের প্রশংসায় উচ্ছ্বসিত মনে হয়েছে তাকে।

ম্যাক্সওয়েলের মতে, ৩১ বছর বয়সী মুম্বাইয়ের এই তারকার ব্যাটিং সাবলীল। এর কারণ হিসেবে রোহিতের নিখুঁত টাইমিংকে চিহ্নিত করেছেন তিনি। পেস ও স্পিন, উভয়ের বিরুদ্ধেই দক্ষ ডানহাতি ব্যাটসম্যান, সেটাও মনে করিয়ে দিয়েছেন।

ম্যাক্সওয়েল বলেছেন, ‘অনায়াসে বড় শট নেয় রোহিত। মনে হয় অন্যদের থেকে ও শট নেওয়ার জন্য বেশি সময় পাচ্ছে। ব্যাটিংকে খুব সহজ দেখায় ও। আর রোহিতের ব্যাটিং দেখার মজা এখানেই। রোহিত ব্যাট করলে ক্রিকেট খেলাটাকেই খুব সরল মনে হয়। পেস ও স্পিন, উভয়ের বিরুদ্ধেই রোহিত দারুণ। যদি চায়, তবে মাইলখানেক দূরত্বে বল ফেলতে পারে।’

২১ নভেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। টি-টোয়েন্টি সিরিজের পর ৬ ডিসেম্বর  থেকে শুরু প্রথম টেস্ট। এরপর জানুয়ারিতে একদিনের ম্যাচের সিরিজ। ওয়ানডে ফরম্যাটে রোহিতের গড় ৪৭.৫০।

টি-টোয়েন্টি ও টেস্টে গড় সে তুলনায় অনেক কম, যথাক্রমে ৩৯.৯৭ ও ৩৩.৪৩। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট, একদিন ও টি-টোয়েন্টিতে তাঁর গড় যথাক্রমে ২৮.৮৩, ৫৭.৫০ ও ৩০.২০। ছয় বছর আগে পার্থে একদিনের ম্যাচে ১৭১ রানে অপরাজিত ছিলেন তিনি।
ম্যাক্সওয়েল বলেছেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে রোহিত হল দুর্দান্ত তারকা। ওয়ানডে ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি মোটেই মুখের কথা নয়। রোহিতকে আসলে থামানো যায় না। ও রিল্যাক্সড থাকে। চাপে পড়ে না। পরিস্থিতিকে মাথায় চড়তে দেয় না।’

প্রসঙ্গত, ৫০ ওভারের ক্রিকেটে তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত। যে রেকর্ড শুধুমাত্র তারই রেকর্ড। সূত্র: আনন্দবাজার


আরো সংবাদ



premium cement
এমপির প্রভাব ও নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় ৫৫০ শতাংশ : টিআইবি জৈন্তাপুরে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে থাকলেও ভোটে আগ্রহ নেই ভোটারদের সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে মুদি দোকানির মৃত্যু দেশটা মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল আইপিএলে প্লে-অফের ৪ দল নিশ্চিত, কে কার বিরুদ্ধে খেলবে? বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ নয় : আইজিপি ভালুকায় কারখানা শ্রমিদের মহাসড়ক অবরোধ উলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে : রফিকুল ইসলাম খান উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসার ৪ সদস্যসহ গ্রেফতার লটারিতে মোটরসাইকেল জিতছে মা, সংসার ভাঙল মেয়ের

সকল