০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


গাঙ্গুলিকে ছাড়িয়ে গেলেন কোহলি

-

বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে ভারতের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক এখন বিরাট কোহলি। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে টপকে এই রেকর্ডের মালিক হয়েছেন কোহলি।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান নটিংহাম টেস্টের আগে ভারতের অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ১৬৯৩ রানের মালিক ছিলেন গাঙ্গুলি। দ্বিতীয় স্থানে থাকা কোহলির রান ছিল ১৬৩৪। অর্থাৎ, গাঙ্গুলিকে পেছনে ফেলতে কোহলির প্রয়োজন ছিলো ৬০ রান।
চলমান সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯৭ রানের ইনিংস দিয়ে বিদেশের মাটিতে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান কোহলি। কোহলির বর্তমান রান ১৭৩১।
গাঙ্গুলীর চেয়ে অনেক কম টেস্ট ম্যাচও খেলেছেন কোহলি। মাত্র ১৯ টেস্টে ১৭৩১ রান নিয়ে বিদেশের মাটিতে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক কোহলি। গাঙ্গুলী অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ২৮ টেস্ট খেলেছেন।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে ৩০ টেস্টে ধোনির রান ১৫৯১।
চতুর্থস্থানে থাকা মোহাম্মদ আজহারউদ্দিনের রান ২৭ টেস্টে ১৫১৭।
পঞ্চম স্থানে থাকা রাহুল দ্রাবিড় ১৭ টেস্টে করেছেন ১২১৯ রান।
এ ছাড়া সিরিজেরতৃতীয় টেস্টে ৯৭ রানের ইনিংস খেলার পথে ভারতের ১৩তম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ১ হাজার রানও পূর্ণ করেছেন কোহলি।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সর্বোচ্চ রান শচিন টেন্ডুলকারের। ৭টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ২৫৩৫ রান রয়েছে টেন্ডুলকারের। ২৪৮৩ রান নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আরেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী

সকল