২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

হোয়াটসঅ্যাপের মেসেজ রিঅ্যাকশন ফিচার

হোয়াটসঅ্যাপের মেসেজ রিঅ্যাকশন ফিচার -

মেসেজ রিঅ্যাকশন ফিচার আনছে মেটা নিয়ন্ত্রণাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারে এ ফিচার নিয়ে কাজ করার পর এবার হোয়াটসঅ্যাপেও চালু হচ্ছে ফিচারটি। কয়েক মাস আগে থেকেই ফিচারটির উন্নয়নে কাজ শুরু হয়। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মেসেজে বিভিন্ন ইমোজির সাহায্যে রিঅ্যাকশন দিতে পারবেন।
এটি ব্যবহারে আইওএস ইউজারদের সেটিং পরিবর্তন করতে হবে। এ জন্য নোটিফিকেশন পাঠানো হবে। হোয়াটসঅ্যাপ মেসেজ রিঅ্যাকশন ফিচার লঞ্চ না করলেও সেটি পরীক্ষা করার কাজ শুরু হয়ে গেছে আইওএস বিটা টেস্টারে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার মেসেজ রিঅ্যাকশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইউজাররা নির্দিষ্ট মেসেজে তাদের রিঅ্যাকশন দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ ইউজাররা নির্দিষ্ট ছয়টি ইমোজির মাধ্যমে তাদের রিঅ্যাকশন জানাতে পারবেন। এই ছয়টি ইমোজি হলো লাইক- লাভ (হার্ট), লাফ, সারপ্রাইজ, স্যাড ও থ্যাংকস।

 


আরো সংবাদ



premium cement