০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


গুগলকে টেক্কা দিতে প্রস্তুত বাইদু

-

চীনের বাজারে গুগল পুনরায় প্রবেশ করলে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত বাইদু। চীনে পুনরায় ব্যবসা শুরু করার পরিকল্পনা করছে গুগল। সেন্সরড অ্যাপ, কাউড সেবাসহ দেশটির জন্য বিশেষ সার্চ ইঞ্জিন আনার ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
চীনে গুগলের মূল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান বাইদুর প্রধান নির্বাহী রবিন লি জানিয়েছেন, গুগল যদি চীনে ফেরার সিদ্ধান্ত নেয়, আমরা খুব আত্মবিশ্বাসী যে আমরা আবার জিততে পারব। উভয় প্রতিষ্ঠানই সার্চ ইঞ্জিন, কাউড সেবা এবং পণ্যের মধ্যে এআই ব্যবহার করে থাকে। এর পাশাপাশি হার্ডওয়্যার পণ্য তৈরি করলেও সার্চ ইঞ্জিনই তাদের সবচেয়ে বড় ব্যবসা। ২০১০ সালে গুগল চীন ছাড়ার পর চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী হয়েছে। চীনা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে নেতৃত্বে পৌঁছেছে। পুরো বিশ্ব এখন চীনকে নকল করছে।
গুগল চীনা বাজার ছাড়ার পর দেশটির ৭০ শতাংশ বাজার দখলে রেখেছে বাইদু। গুগলকে হারানোর ব্যাপারে লি আত্মবিশ্বাসী হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে অনেক গ্রাহক মন্তব্য করেছেন, বাইদুর চেয়ে গুগলকে প্রাধান্য দেবেন তারা। লি’র পোস্টে অনেক গ্রাহক মন্তব্য করেছেন যে, চীনের অনুমোদন থাকলে তারা সানন্দে বাইদু আনইনস্টল করে গুগল ব্যবহার করবেন। ইন্টারনেটে এক জরিপে দেখা গেছে, ৮৬ শতাংশ ব্যবহারকারী বাইদুর বদলে গুগল বাছাই করেছেন।


আরো সংবাদ



premium cement