১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ নিহত ২

-

রাজধানীর মুগদায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক স্কুলশিক্ষার্থী ও গেন্ডারিয়া থানা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছেন। তারা হলেন- মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মো: মাহিন আহমেদ (১৩)। তবে নিহত বৃদ্ধার পরিচয় জানা যায়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুগদা মদিনাবাগে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী মাহিন মারা যায়। নিহতের ভাই মাহফুজ আহমেদ হাসপাতালে জানান, মুগদায় বাসার অদূরে মাহিন তার এক বন্ধুর বাসায় যাবে বলে ঘর থেকে বের হয়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল, পরে রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মাহিন কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার মো: মাসুম আহমেদের ছেলে। বর্তমানে মুগদার মামা ভাগনে গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। বাবা গার্মেন্টসের এক্সেসরিজ ব্যবসায়ী। তিন ভাই, এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
অপরদিকে, একই দিন দিবাগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার পদ্মা ব্রিজ রেলিং প্রজেক্ট ঘন্টিঘর এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় এক নারী (৬০) গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।


আরো সংবাদ



premium cement
তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রাইসির মৃত্যু হলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট মিরসরাইয়ে ফের মিললো অবিস্ফোরিত গ্রেনেড, পরে ধ্বংস প্রচারণার গাড়ি ভাঙচুর মারধর, মানববন্ধন সামরিক মহড়ায় অংশ নিতে কম্বোডিয়ায় দু’টি চীনা যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ওয়াশিংটন হাতিয়ায় হরিণের গোশত জব্দ করেছে কোস্ট গার্ড আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার দ্রুত চাপে পড়বে : প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা

সকল