২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

তারেক-জোবাইদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি

-

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জোবাইদা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রোববার কোনো সাক্ষী আদালতে আসেনি। গতকাল রোববার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো: আছাদুজ্জামানের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী এ দিন আদালতে সাক্ষ্য দিতে না আসায় আদালত আজ সোমবার সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন রেখেছেন। এর আগে এ মামলায় মোট ৫৬ জন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গত ২৫ মে এ মামলায় সাক্ষ্য দেন- জব্দ তালিকার সাক্ষী এমরান আলী শিকদার ও সৈয়দ আজাদ ইকবাল। তারা ঘটনার সময় দৈনিক দিনকালে চাকরি করতেন। এর আগে গত ২১ মে মামলার বাদি দুদকের উপপরিচালক জহিরুল হুদা সাক্ষ্য দেন। গত ১৩ এপ্রিল তাদের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। সাক্ষ্যগ্রহণের জন্য ১৬ মে দিন ধার্য করা হয়। এ ছাড়া তাদের পক্ষে নিজ খরচে দু’জন আইনজীবী নিয়োগের আবেদন নামঞ্জুর করেন আদালত।

ওই দিন তারেক রহমান ও জোবাইদা রহমানের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান ও জোবাইদা রহমানের পক্ষে আইনজীবী হিসেবে থাকার আমাদের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। সরকারপক্ষ প্রশাসনের বিচার করতে চাচ্ছে। এ মামলায় গত ৫ জানুয়ারি তারেক রহমান ও জোবাইদা রহমানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিলেন। ২০২২ সালের ১ নভেম্বর তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আইনজীবীরা জানান, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

 


আরো সংবাদ



premium cement