০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


নায়ক শাকিব খানকে আইনি নোটিশ

-


এবার নায়ক শাকিব খানকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। নোটিশে তাকে তিন দিনের আলটিমেটাম দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা বলা হয়েছে।
এর আগে সম্প্রতি রহমত উল্ল্যাহ শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো, আর্থিক ক্ষতিসহ ধর্ষণের অভিযোগ এনে শিল্পী সমিতিতে অভিযোগ করেন। এরপর শাকিব খান তার বিরুদ্ধে মামলা করতে প্রথমে থানায় ও পরে ডিবি অফিসে যান। ‘অপারেশন অগ্নিপথ’ ছবির অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ অভিযোগের ক’দিন পরই ঢাকা থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। তার পক্ষে ঢাকায় আইনি কার্যক্রম পরিচালনা করছেন অ্যাডভোকেট ড. মো: তবারাক হোসেন ভূঁইয়া।

রহমত উল্ল্যাহর আইনজীবী জানান, গত মঙ্গলবার নোটিশটি শাকিব খানের বাসায় পৌঁছে দেয়া হয়। নোটিশে তিন দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে যদি তিনি কোনো সাড়া না দেন, তাহলে আমাদের ক্লায়েন্টের (রহমত উল্ল্যাহ) সাথে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
নোটিশে বলা হয়েছে, রহমত উল্ল্যাহ প্রযোজিত সিনেমায় অভিনয় করলেও তাকে ‘ভুয়া, প্রযোজক নামধারী বাটপার, প্রতারক’ বলে মানহানি করেছেন শাকিব। এ ছাড়া ডিবি কার্যালয়ে গিয়েও অসত্য অভিযোগ করেছেন। এ রকম আক্রমণাত্মক, অসত্য মন্তব্য করার কারণে রহমত উল্ল্যাহর মানহানি হয়েছে, যা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮-এর ২৫ ও ২৯ ধারায় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য এবং এ কারণে দণ্ডবিধি ৪৯৯ ও ৫০০ ধারায় শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন রহমত।

শাকিবের কাছে মানহানি ও সাধারণ ক্ষতির জন্য একটি উপযুক্ত পরিমাণ টাকাও দাবি করেছেন তিনি। তবে নোটিশে টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি। বেঁধে দেয়া তিন দিনের মধ্যে শাকিবকে মা চেয়ে নিজের মন্তব্যগুলো প্রত্যাহার করে নিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন রহমত উল্ল্যাহর আইনজীবী।
এ দিকে আইনি নোটিশের কপি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। সেই সাথে বলেছেন, অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রথম ধাপ এটি। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এ ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য আমি দেবো না। এখন থেকে এই বিষয়ে যেকোনো ধরনের বার্তা দেয়ার প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন।

 


আরো সংবাদ



premium cement