২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
কক্সবাজারে ভূমি অধিগ্রহণ

২৩ লাখ টাকা নিয়ে ধরাপড়া সেই সার্ভেয়ার ৫ দিনের রিমান্ডে

-

অবৈধ কমিশন বাণিজ্যের ২৩ লাখ টাকাসহ গ্রেফতার হওয়া কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আতিকুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার কক্সবাজার স্পেশাল জজ আদালতের বিচারক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এ আদেশ দেন।
এর আগে রোববার বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রিয়াজ উদ্দিন বাদি হয়ে সার্ভেয়ার আতিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দুদক কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মনিরুল ইসলাম জানান, সার্ভেয়ার আতিককে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। মামলার বাদি দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিনের এ আবেদনের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১ জুলাই ঢাকার শাহজালাল রহ: আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ সার্ভেয়ার আতিককে কক্সবাজার সদর থানায় সোপর্দ করে জেলা প্রশাসন। এ নিয়ে গত ২ ও ৩ জুলাই নয়া দিগন্তসহ সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজের একটি অভিযোগ সাধারণ ডায়রি হিসেবে নথিভুক্ত করে কার্যবিধির ৫৪ ধারায় সার্ভেয়ার আতিককে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ওই অভিযোগের কপি দুর্নীতি দমন কমিশনকে অনুলিপি পাঠানো হলে রোববার বিকেলে বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রিয়াজ উদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেন। মানিলন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলাটি করা হয়। দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের এটিই প্রথম মামলা। উল্লেখ্য, আতিকুর রহমানসহ তিনজন সার্ভেয়ার মহেশখালীতে সরকারের প্রায় ১৫টি প্রকল্পের ভূমি অধিগ্রহণের দায়িত্বে ছিলেন। ভূমি অধিগ্রহণ করতে গিয়ে জমির মালিকদের কাছ থেকে আতিকুর রহমান ওই অর্থ কমিশন বাণিজ্য তথা ঘুষ নিয়েছেন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজারে সরকারের তিন লাখ কোটি টাকার ৭২টি মেগা প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের জন্য প্রচুর পরিমাণ জমি অধিগ্রহণ করা হচ্ছে। অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানে দায়িত্ব পালন করা সার্ভেয়ারদের মধ্যে এর আগেও বেশ কয়েকজন নগদ কোটি টাকাসহ দুদকের হাতে গ্রেফতার হন।

 


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

সকল