২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
সিলেটে ত্রাণ বিতরণকালে আফরোজা আব্বাস

জনগণের সাথে বর্তমান অবৈধ সরকারে সম্পর্ক নেই

-

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, জনগণের সাথে এই সরকারে কোনো সম্পর্ক নেই। এই অবৈধ সরকার বন্যার পানিতে ভেসে যাবে। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী আকাশ পথে সিলেট ঘুরে গেছেন। যদি বন্যাকে তার কাছে নেয়া যেত, তাহলে মনে হয় তার জন্য আরো ভালো হতো। গতকাল রোববার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালাপুর ইউনিয়নের আনিলগঞ্জ বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদুর্গত মানুষদের মধ্যে খাদ্যসহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন। আফরোজা আব্বাস বলেন, এই অবৈধ সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে রেখেছে, যাতে তিনি জনগণের কাছে যেতে না পারেন। আমাদের দলের নেতাকর্মীরা প্রতিনিয়তই মানুষদের কাছে যাচ্ছেন, সহায়তা দিচ্ছেন। দেশের মানুষ যখন বন্যার পানিতে ডুবছে তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে উৎসব করেছে। ত্রাণ বিতরণের আগে সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেনÑ মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, নেওয়াজ হালিমা আরলি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আক্তার শানু, নায়েবা ইউসুফসহ ত্রাণবিষয়ক সম্পাদক নুরুন নাহার রেজা শিল্পী।
সভায় আরো উপস্থিত ছিলেনÑ মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি সামিয়া বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement