০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ঢাকা ব্যাংকের আয়োজনে ইএসি ঋণ পেল চাঁদপুর পাওয়ার

-

ঢাকা ব্যাংক লিমিটেড সম্প্রতি জার্মানির কমার্স ব্যাংক এজি এবং একেএ আউসফুরক্রেডিট-গেজেলশাফট এমবেহা থেকে ১৩ বছর মেয়াদি ইসিএ ঋণ গ্রহণের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা ব্যাংক জার্মানির অয়লার হেরমেসের কভারের বিপরীতে ওই ৪০ মিলিয়ন মার্কিন ডলারের ইসিএ (এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি) ঋণ ডরিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান চাঁদপুর পাওয়ার জেনারেশনের জন্য ব্যবস্থা করে দেয়। এটি ঢাকা ব্যাংকের প্রথম ইসিএ কাভার্ড ঋণ আয়োজন এবং এর মাধ্যমে ব্যাংকটি স্ট্র্যাকচার্ড ফাইন্যান্সের আওতায় তাদের কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করতে সক্ষম হয়েছে। চাঁদপুর পাওয়ার জেনারেশন লিমিটেড চাঁদপুরে নির্মাণাধীন একটি ১১৫ মেগাওয়াট আইপিপি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রকল্পটিতে সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ব্যবহার করা হয়েছে এবং এটি হবে দেশের অন্যতম জ্বালানিসাশ্রয়ী একটি বিদ্যুৎ প্রকল্প। ডরিন গ্রুপের অন্যান্য ব্যবসার পাশাপাশি বর্তমানে ৯টি পাওয়ার প্ল্যান্ট চলমান, যার উৎপাদন ক্ষমতা ৪৬০ মেগাওয়াট এবং চাঁদপুরে নির্মাণাধীন প্রকল্পটি সম্পন্ন হলে মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৫৭৫ মেগাওয়াট। ঢাকা ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিও ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement