২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


দিল্লিতে নিযুক্ত হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন : নয়া দিগন্ত -

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দর এলাকায় এলে বন্দরের ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বেনাপোল কাস্টমস হাউজ, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন, স্থলবন্দর অফিসসহ বিভিন্ন অফিস ঘুরে দেখেন। পরে বেনাপোল কাস্টমস হাউজের অডিটোরিয়ামে দুই দেশের ব্যবসাবাণিজ্যের গতি বাড়ানোর লক্ষ্যে, কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারকদের সাথে মতবিনিময় করেন। এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বেনাপোল কাস্টমসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। বিকেলে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনে আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সাথে মতবিনিময় সভায় বন্দরের আমদানি-রফতানিকারকরা হাইকমিশনারের কাছে বনগাঁ কালিতলা পার্কিংয়ের আমদানি-রফতানি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তিনি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সম্পাদক ইমদাদুল হক লতা, ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement