২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আইআইইউসির শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চলছে পুরোদমে

-

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চলছে পুরোদমে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুসারে আইআইইউসি প্রশাসনের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে বিভাগীয় কাসগুলো অনুষ্ঠিত হচ্ছে। যেসব ছাত্রছাত্রী অনলাইনে ক্লাস করতে পারেনি তারা সংশ্লিষ্ট শিক্ষক, অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেইজে সংরক্ষিত ক্লাসগুলো ও ক্লাস ম্যাটেরিয়ালস ডাউনলোড করতে পারবে বলে আইআইইউসির রেজিস্ট্রারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়। ইউজিসি ও বিশ^বিদ্যালয়ের সমন্বিত সিদ্ধান্তের আলোকে এই অ্যাকাডেমিক কার্যক্রম আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দীন নিজেই মনিটরিং করছেন। এ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, নির্ধারিত শিক্ষকগণ, কো-অর্ডিনেটর এবং আইটি ডিভিশনের কর্মকর্তারা এ ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছেন। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: মাসরুরুল মাওলার নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের উল্লেখযোগ্যসংখ্যক অনলাইন ক্লাস ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ দিকে আইআইইউসির রেজিস্ট্রারের পক্ষ থেকে আরো জানানো হয় যে, ইউজিসির পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় ফাইনাল ও ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারে না এবং সরকারের ঘোষণা অনুসারে ১৪ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে আইআইইউসির অন-অনুমোদিত পেজগুলোতে মনগড়া পোস্ট দেখে বিভ্রান্ত না হয়ে আইআইইউসির অফিসিয়াল পেজ ও ওয়েবসাইটের সঠিক তথ্য অনুসরণ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement