০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


করোনা পরিস্থিতি

সার-কীটনাশকের খরচ ওঠানো নিয়েই শঙ্কাতে যশোরের সবজি চাষিরা

-

করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে সাধারণ ছুটি ও গণপরিবহন বন্ধের কারণে কাঁচা বাজারগুলোতে কমে গেছে ক্রেতাদের আনাগোনা। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারেও। সবজির ভাণ্ডার খ্যাত যশোরের সাতমাইল বাজারে পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। সাতমাইল বাজারের সবজির হাট থেকে কাঁচা সবজি যায় রাজধানী ঢাকাসহ দেশের একাধিক স্থানে। গত বৃহস্পতিবার সাপ্তাহিক হাটবারে গিয়ে দেখা যায় বাজারে ছিল অনেক সবজি। পটোলের মৌসুম হওয়ায় এর পরিমাণই ছিল বেশি। আমদানি ছিল অন্য হাটবারের চেয়ে বেশি। সাথে অন্য সবজিও ছিল। তবে দাম নিয়ে অসন্তুষ্ট ছিলেন বিক্রেতারা। তারা জানান, যে দামে বিক্রি করতে হচ্ছে তাতে লোকসানের শিকার হবেন তারা। হাটে প্রতি কেজি পটোল ২৫ থেকে ২৮, মুলা ১৮, উচ্ছে ৩০, বেগুন ৮, ঢেঁড়স ১০, শিম ১৫ ও লাউ প্রতিটি ১০ থেকে ১২ ও বাঁধাকপি ৬ টাকা করে বিক্রি হচ্ছিল। সদর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের কৃষক আলী হোসেন বলেন, ‘এ সময়ে সাধারণত পটোল ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়। এর কম হলে চাষের খরচ ওঠে না।’ বড় হৈবতপুর গ্রামের শুকুর আলী বলেন, ‘বাঁধাকপি বেচতে হলো প্রতিটি ৬ টাকায়। এতে তো সার ও কীটনাশকের খরচই উঠবে না।’ অপর দিকে ব্যাপারীরা বলছেন যে তারা হাট থেকে সবজি নিয়ে ঢাকাসহ বাইরের জেলাগুলোতে দাম পাচ্ছেন না। খুচরা বাজারে ক্রেতা সঙ্কট দেখিয়ে কমিয়ে দেয়া হচ্ছে সবজির দাম।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ব্যাপারী আনোয়ার হোসেন জানান, গত রোববার তিনি পরিবহন খরচসহ ৩২ টাকা কেজি পটোল কিনেছিলেন। কিন্তু ঢাকার কেরানীগঞ্জে নিয়ে বিক্রি করতে হয়েছে ২৫ টাকা কেজি। বড় পাইকাররা তাদের দাম দিচ্ছেন না।
স্থানীয় ব্যাপারী আবদুর রহমান বলেন, ‘আগে ঢাকায় যেতে ট্রাক ভাড়া লাগত ১৩-১৪ হাজার টাকা কিন্তু এখন ভাড়া নিচ্ছে ১৮ হাজার টাকা। এতে পণ্যের দাম বেশি পড়লেও আমরা ঢাকায় নিয়ে দাম পাচ্ছি না।’ যশোর সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘সবজির উৎপাদন হয়েছে অনেক। কিন্তু ক্রেতা সঙ্কটে দাম পাচ্ছেন না কৃষকরা। করোনার কারণে বাজারে ক্রেতা সঙ্কট দেখা দিয়েছে।’
যশোর আঞ্চলিক কৃষি অধিদফতরের উপপরিচালক ড. আক্তারুজ্জামান বলেন, ‘যশোরে সারা বছর সবজির আবাদ হয়। গড়ে প্রতি বছর ৮ হাজার মেট্রিক টনেরও বেশি সবজি উৎপাদন হয়। প্রতি হেক্টরে গড়ে উৎপাদন হয় ২৩-২৫ মেট্রিক টন। সম্প্রতি কৃষি বিভাগ সবজি উৎপাদনে যশোরকে প্রথম ঘোষণা করেছে। কিন্তু এখন করোনাভাইরাসের কারণে সবজির দাম কম পাচ্ছেন চাষিরা।’


আরো সংবাদ



premium cement
শরীয়তপুরে বজ্রপাতে ২ নারীসহ ৩ জনের মৃত্যু সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল পটিয়ায় গাড়ির চাপায় অটোরিকশাচালক নিহত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আপাতত সিদ্ধান্ত নেই : জনপ্রশাসন মন্ত্রী শুক্রবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, জামায়াতে উদ্বেগ স্বাভাবিক পরিবেশে বাঁচাতে হলে গাছ রোপণ করতে হবে : প্রফেসর ড. আব্দুর রব দিনাজপুরে দিনে টার্গেট করে রাতে ট্রান্সফরমার চুরি, গ্রেফতার ৫ ম্যানচেস্টার ইউনাইটেডের বাছাইয়ে দেশসেরা সিরাজগঞ্জের অয়ন যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের

সকল