১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


সচিবালয় ঘেরাও কর্মসূচিতে যাচ্ছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা

-

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানি প্রদানের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে যাচ্ছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা এ ঘোষণা দেন। মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্ট মোড় প্রদক্ষিণ করে মৎস্য ভবন হয়ে পল্টন মোড় ঘুরে পুনরায় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। আগামী দুয়েক দিনের মধ্যেই এ কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন নেতারা।
গত ১৪ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মিছিল শেষে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো: আব্দুল আলীম মোল্যা জানান, ইতোমধ্যে দেশের সব পৌরসভার সবসেবা বন্ধ থাকায় নাগরিকসেবা হতে বঞ্চিত হচ্ছে কোটি কোটি মানুষ। এতে দুর্ভোগে পড়েছে পৌরবাসী, যা মোটেও আমাদের কাম্য নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের দাবি মানার ঘোষণা না এলে পৌর কর্মকর্তা-কর্মচারীরা শিগগিরই সচিবালয় ঘেরাও করব। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওসহ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসতে বাধ্য হবো আমরা। এক দফা দাবি না মানা পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, শতকরা ৭৬ ভাগ পৌরসভাই কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন দিতে পারছে না। পৌরসভার যেসব কর্মকর্তা-কর্মচারী অবসরে গেছেন, তাদের অবসরকালীন অর্থ-পরিশোধ করতে পারছে না। পৌরসভাগুলোর ৩২ হাজার কর্মকর্তা-কর্মচারীর বেতন পরিশোধ করতে বছরে প্রয়োজন প্রায় ৯৪৭ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয় সরকারের একটি আইনে যদিও আছে, পৌরসভাগুলো তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করবে। কিন্তু অনেক পৌরসভা আর্থিক সঙ্কটে আছে, নিজস্ব তেমন আয় নেই। যার ফলে ৮৭ শতাংশ পৌরসভার দুই মাস থেকে ৭৫ মাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে। কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।


আরো সংবাদ



premium cement
অন্যায়ভাবে আমাদের উচ্ছেদের চেষ্টা চলছে : মান্ডা-জিরানী খালপাড়বাসী র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকছে : যুক্তরাষ্ট্র কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা চলছে : হামিদুর রহমান আযাদ ইউক্রেনের শতাধিক ড্রোন প্রতিরোধের দাবি রাশিয়ার বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর জীবননগরে পাখিভ্যানের ধাক্কায় বাইসাইকেলচালক নিহত আড়াইহাজারে তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত মোরেলগঞ্জে আগুনে পুড়ে ১২ দোকান ভস্মীভূত টেক্সাসে প্রবল বর্ষণে ৪ জনের মৃত্যু

সকল