২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মৌলিক গানে অস্কার জিতল ভারতের ‘নাতু নাতু’

মৌলিক গানে অস্কার জিতল ভারতের ‘নাতু নাতু’ - ছবি : সংগৃহীত

সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিল ভারতের ‘আরআরআর’ সিনেমার ‘নাতু নাতু’ গান। মঞ্চে উঠে সোনালি পুতুল হাতে নিলেন গানটির সুরকার এমএম কিরাবাণী ও গীতিকার চন্দ্র বোস।

২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করলেও দেশের ছবি হিসেবে অফিশিয়ালি ৯৫তম অস্কারের জন্য বেছে নেয়া হয়নি পরিচালক এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবিকে। তবে প্রযোজকদের পক্ষ থেকে অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেয়া হয়। গোল্ডেন গ্লোবেও পাঠানো হয় সিনেমাটি। তাতেই মেলে সাফল্য।

গোল্ডেন গ্লোবের অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেয়েছে এমএম কিরাবাণী সুরারোপিত ‘নাতু নাতু’। লস অ্যাঞ্জেলসের ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কারও জিতে নিয়েছে গানটি। এবার জিতল ৯৫তম অস্কার।

আন্তর্জাতিক এই পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন সুরকার কিরাবাণী। গান গেয়েই তিনি ধন্যবাদ জানান পরিচালক এস এস রাজামৌলি ও ‘আরআরআর’ সিনেমার গোটা টিমকে।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement