০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


নির্বাচনী প্রচারণায় গিয়ে মঞ্চ ভেঙ্গে পড়লেন নায়িকা

নির্বাচনী প্রচারণায় গিয়ে মঞ্চ ভেঙ্গে পড়লেন নায়িকা - সংগৃহীত

নির্বাচনে প্রার্থী হয়েছেন নায়িকা। সেই সূত্রেই বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নিয়ে নিজের এবং দলের জন্য ভোট চাচ্ছেন। কিন্তু এমন বিব্রতকর অবস্থায় পড়তে হবে সেটা হয়তো কল্পনাও করেননি তিনি। চলতি ভারতীয় লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল দলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। তবে নিজের নির্বাচনী প্রচারণায় নয়, ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বীরবাহা সোরেনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দুর্ঘটনার শিকার হন এই তারকা।

জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের জোয়ারডাঙা হাইস্কুল মাঠে সম্প্রতি বীরবাহা সোরেনের নির্বাচনী সভার আয়োজন করা হয়। তৃণমূলের শীর্ষ পর্যায়ের নির্দেশে বীরবাহা সোরেনের সমর্থনে সেখানে যান নুসরাত জাহান। তিনি সেখানে যাওয়ার পর ভিড় জমে যায়। চলচ্চিত্রের প্রিয় তারকাকে কাছ থেকে একনজর দেখার জন্য অনেকেই আসেন। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে নুসরাত জাহানের সাথে সেলফি তোলার জন্য অনেক নেতা-কর্মী মঞ্চে উঠে পড়েন। ফলে মুহূর্তেই মঞ্চটি ভেঙে পড়ে।

জোয়ারডাঙা হাইস্কুল মাঠে নির্বাচনী সভার মঞ্চ যখন ভেঙে পড়ে, তখন মঞ্চে ছিলেন নুসরাত জাহান। দুর্ঘটনার পরই দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে জানা গেছে, বড় কোনো আঘাত পাননি তিনি। তাঁকে কলকাতায় ফিরে যান।

এর আগে গত ১১ এপ্রিল বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃতীয় দফা নির্বাচনী প্রচারে গিয়ে নুসরাত জাহান বলেন, ‘আমার মোবাইল ফোন আপনাদের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে। যেকোনো প্রয়োজনে আমাকে যেকোনো সময় আপনারা ফোন করুন। আমি আপনাদের পাশেই আছি। পাশেই থাকব।’


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল