০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন বেবী নাজনীন ও হেলাল খান

বেবী নাজনীন ও অভিনেতা হেলাল খান। - ছবি: সংগৃহীত

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। অন্যদিকে অভিনেতা ও জাসাস নেতা হেলাল খান সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসন থেকে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন।

আজ সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

মনোনয়ন ফরম সংগ্রহ করার পর বেবী নাজনীন বলেন, ‘নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আমি আগে থেকে কাজ করে যাচ্ছি। আমার জন্মস্থান সৈয়দপুরে। এলাকার মানুষের পাশে থাকতে আমি এই নির্বাচনে অংশ নেব। দল আমাকে মনোনয়ন দিলে আমি এই আসনটিতে জয়লাভ করে আমাদের মা ও দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দেবো।’

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী আরো বলেন, ‘এই নির্বাচনে অংশ নিচ্ছি আমাদের মা খালেদা জিয়ার মুক্তির দাবিতে।’

আর অভিনেতা হেলাল খান বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিচ্ছি দেশমাতা খালেদা জিয়ার কারামুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে।’

এদিকে মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকরা ভিড় করছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম কেনার মাধ্যমে দলের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।

এর মধ্যে দুপুর ১টা পর্যন্ত এক হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।


আরো সংবাদ



premium cement
আজও ঝড়োবৃষ্টি হতে পারে ভুট্টা চাষে নিরব বিপ্লব ঘটিয়েছেন আলফাডাঙ্গার দুর্গম চর অঞ্চলের চাষিরা ডিএমপির অভিযানে গ্রেফতার ২৪ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন বিশ্ব নেতৃত্বের অনুমোদনে চীনের চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র, বলছে গ্যালাপ জরিপ নাটোরে ট্রাক্টরের চাপায় একজন নিহত কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের চেষ্টা ভারতে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু, বিজেপি কি ব্যাকফুটে রাশিয়াকে আগামী ছয় বছর কোন পথে নিয়ে যাবেন পুতিন হামাসের অনুমোদিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে যা রয়েছে রাশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি! জারি গ্রেফতারি পরোয়ানা

সকল