থানচিতে ট্রাকে দুর্বৃত্তদের গুলি
- বান্দরবান প্রতিনিধি
- ২৪ এপ্রিল ২০২৪, ২০:১৩
বান্দরবানের থানচি উপজেলার থানচি-লিক্রে সড়কে মালবোঝেই একটি ট্রাকের দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার বেলা সাড়ে ৪টার দিকে সীমান্ত সড়কের আট কিলো এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, লিক্রে সড়ক পথে পাঁচটি ট্রাক থানচি বাজারে ফিরছিল। পথে আট কিলো এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ট্রাকের ওপর গুলি চালায়। এ সময় আবু বক্কর নামে এক ব্যক্তির ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া অভ্যন্তরীণ সড়কগুলোতেও যান চলাচল বন্ধ রয়েছে।
গত ২ ও ৩ এপ্রিল কেএনএফের সশস্ত্র সদস্যরা রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে। ওই এ ঘটনার পর রুমা, থানচি ও রোয়াংছড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান চলছে। অভিযানে এ পর্যন্ত কেএনএফ সদস্য ও সহযোগী সন্দেহে ১৯ নারীসহ ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।