০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


রাঙ্গামাটিতে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহ থেকে মামার বাড়ি বেড়াতে এসে রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে আয়েশা আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড়ে লংগদু ভাইবোনছড়ায় একটি কাচাঁ ঘরের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘরের ভেতর পরিবারের অন্যান্যদের সাথে ঘুমিয়ে থাকা অবস্থায় আয়শা আক্তার গুরুতর আহত হয়। পরে তাকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরীটি ময়মনসিংহ থেকে তার বাবার সাথে লংগদু ভাইবোনছড়া মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জালাল উদ্দিন জানান, গত তিন মাস আগে নানীর সাথে কিশোরীটি তার মামা জাকির হোসেনের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড়ে তাদের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা জ্ঞান হারিয়ে ফেলে। পরে চেতনা ফিরে পেয়ে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত কিশোরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement