১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


২ দিনে টেকনাফ দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী

- ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে দুই দিনে মিয়ানমারের আরো ১৪ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি’র হেফাজতে রয়েছে।

রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র সাথে চলমান সংঘাতের কারণে ঠিকতে না পেরে প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করেছে বলে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্ত অতিক্রম করে বিজিপি’র আরো পাঁচ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে দুই দিনে মোট ১৪ জন এসেছেন। এদের মধ্যে আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আমরা আন্তর্জাতিক আইন মেনে তাদের আশ্রয় দিয়েছি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সাথে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াই চলছে টানা দুই মাস ধরে। চলমান সংঘাতের কারণে মিয়ানমার সরকারি বাহিনীর সদস্যরা দফায় দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

গত ৩০ মার্চ মিয়ানমার সেনাবাহিনীর তিনজন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে ১১ মার্চ আশ্রয় নেন দেশটির ১৭৭ জন বিজিপি ও সেনা সদস্য। তারা সবাই নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে রয়েছে।

এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল আরো ৩৩০ জন। গত ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement
আলো দূষণ কী এবং এর প্রভাবে কী কী ক্ষতি হয় পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের সুযোগ দেখছেন কারস্টেন নিউইয়র্কে নিলামে ক্লদ মনে পেইন্টিং ৩৫ মিলিয়ন ডলারে বিক্রি পূর্বধলায় শিক্ষার্থীর লাশ বিল থেকে উদ্ধার তুরস্কের কায়সেরি উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্রে ইফতা বিভাগে প্রথম বাংলাদেশের আমিনুল রাহুল গান্ধীর সম্পত্তি ২০ কোটি, সস্ত্রীক অমিত শাহর ৬৫ কোটি ডেঙ্গু রোগীর বাড়িসহ আশপাশে সচেতনতা জোরদারের তাগিদ মেয়র আতিকুলের নিউক্যাসলকে হারিয়ে ইউরোপের আশা টিকিয়ে রাখলো ইউনাইটেড জীবননগরে কাঠপট্টিতে আগুনের ঘটনায় গ্রেফতার ২ ফারাক্কা বাঁধের প্রতিবাদ এসেছিল পশ্চিমবঙ্গ থেকেও! ডোনাল্ড লু’র বক্তব্যের পর মির্জা ফখরুলের কথার মূল্য নেই : কাদের

সকল