২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দাগনভূঞায় চেক প্রতারণা মামলায় গ্রেফতার ২

- ছবি : নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ইট ভাটার দুই মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের ফেনী কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন দাগনভূঞা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোমিন উল্যার ছেলে ন্যাশনাল-৪ ইট ভাটার মালিক আবদুল মোতালেব ও রাজ্জাক অ্যান্ড ব্রাদার্সের পরিচালক মো: সাইফুল ইসলাম।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল হাসিম বলেন, চেক প্রতারণা মামলায় আবদুল মোতালেবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত, আরো তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে, প্রতারণার মামলায় মো: সাইফুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং আরো দু’টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তিনি আরো বলেন, রায় ঘোষণার পর থেকেই তারা পলাতক ছিলেন।


আরো সংবাদ



premium cement