০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, ৪ মাসেও দেয়া হয়নি তদন্ত প্রতিবেদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, ৪ মাসেও দেয়া হয়নি তদন্ত প্রতিবেদন -

নোয়াখালীর সদরের খলিলপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় কয়েক মাস আগে থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী সুলতানা আক্তার। চার মাস পার হলেও মামলার প্রতিবেদন জমা দেয়নি পুলিশ। এ ব্যাপারে নারী জোটের নেত্রীরা দাবি করে বলেন, ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।

ভুক্তভোগী সুলতানা আক্তার জানান, মাইজদীর মাস্টারপাড়ায় কমিউনিটি পুলিশিংয়ে চাকরি করেন রাসেল। চাকরির সুবাদে নোয়াখালীর মাইজদীতে থাকলেও তার বাড়ি কিশোরগঞ্জে। চেনা জানার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৬ সালে পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ে করেন তারা, পরে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে থাকতেন। দাম্পত্য জীবনের একপর্যায়ে ব্যবসার নামে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন রাসেল। এ নিয়ে বিভিন্ন সময় চাপ দিতেন তিনি। পরে যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে দফায় দফায় মারধর করতে থাকেন। ২০২০ সালের ১৮ আগস্ট তাকে (সুলতানা) নির্মমভাবে মারধর করলে গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।

তিনি আরো বলেন, দফায় দফায় এমন নির্যাতন সহ্য করতে না পেরে ২০২০ সালের ২০ আগস্ট নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ স্বামী রাসেল মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সুলতানা অভিযোগ করে বলেন, সুধারাম থানা পুলিশ চার মাস পার হলেও তদন্ত প্রতিবেদন দেয়নি।

নোয়াখালী জেলা নারী জোটের কর্মকর্তা লায়লা পারভিন ও মুক্তা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী জানান, মামলার সাক্ষীদের এখনো পুরোপুরিভাবে পাওয়া যায়নি। ফলে তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে।


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী ভিসা জটিলতায় আয়ারল্যান্ড সিরিজে অনিশ্চিত আমিরের জামালপুরে অ্যাজেন্টদের মারধরের অভিযোগ, আহত ৩ ট্রাম্পের সাথে যা ঘটেছিল পর্ন তারকা স্টর্মির মধ্য বয়স থেকে যে অভ্যাসগুলো আপনার আয়ু বাড়াবে শাল্লায় ২ চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ, কারাগারে ৪ পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের এফসিডিও'র ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ রাফায় ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে : রাশিয়া মিরসরাইয়ে জাল ভোট, ৩ নির্বাচনী কর্মকর্তা আটক উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে : মেজর হাফিজ হজযাত্রীদের জীবন আল্লাহর রাস্তায় উজাড় করে দিতে হবে : জামায়াত আমির

সকল