৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


জেলা পুলিশের ১৪৮৭ জনবল বদলি, কক্সবাজারের ৮ থানায় নতুন ওসির যোগদান 

জেলা পুলিশের ১৪৮৭ জনবল বদলি, কক্সবাজারের ৮ থানায় নতুন ওসির যোগদান  -

গণবদলির পর এবার কক্সবাজার জেলার ৮ থানায় ওসি পদে ৮ পরিদর্শককে পদায়ন করা হয়েছে। নতুন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান শুক্রবার রাতে  তাদের নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেন। শনিবার দুপুর  তারা স্ব স্ব থানায় যোগদান করেছেন। গতকাল শুক্রবার পুলিশের সিনিয়র পরিদর্শক মর্যাদার ৮ কর্মকর্তা জেলা পুলিশে যোগদান করেন।

তারা হলেন কক্সবাজার সদর মডেল থানায় শেখ মুনিরুল গিয়াস, টেকনাফ মডেল থানায় মোহাম্মদ হাফিজুর রহমান, উখিয়া থানায় আহম্মদ মঞ্জুর মোরশেদ, মহেশখালী থানায় মো: আবদুল হাই, চকরিয়া থানায় শাকের মোহাম্মদ জুবায়ের, রামু থানায় কেএম আমিরুজ্জামান, পেকুয়া থানায় মো: সাইফুর রহমান মজুমদার এবং কুতুবদিয়া থানায় মো: জালাল উদ্দিন।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের গত ২৪ সেপ্টেম্বর প্রশা/-২০২০(অংশ) ১১৮৫৩ (৬৪) নম্বর স্মারকে জারীকৃত পত্রের অনুবলে নতুন যোগদানকৃত ৮ ইন্সপেক্টরকে জেলার ৮ থানায় দায়িত্ব দেয়া হয়।

পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, কক্সবাজারের কনস্টেবল থেকে পুলিশ সুপার পর্যন্ত জেলা পুলিশের সকল জনবল বদলি করা হয়েছে। বদলি হওয়া মোট জনবলের সংখ্যা ১৪৮৭ জন। সমপরিমাণ জনবলও কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়েছে। তাদের অধিকাংশই ইতোমধ্যে জেলা পুলিশে যোগদান করেছেন। ৮ থানার পর পর্যায়ক্রমে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলোতে জেলায় বদলি হয়ে আসা কর্মকর্তাদের পদায়ন করা হবে।         

গত ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ রোডে পুলিশ চেকপোস্ট এ পুলিশের গুলিতে মেজর (অব:) সিনহা মো: রাশেদ খান নিহতের ঘটনার পুলিশের ভাবমূর্তি উদ্ধারের অংশ হিসেবে পুলিশের এই রদবদল বলে মনে করছেন বিশ্লেষক মহল।


আরো সংবাদ



premium cement
শত কোটি টাকা আত্মসাৎ : বিমানবন্দর থেকে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা গাজা যুদ্ধ : জার্মানির বিরুদ্ধে মামলার রায় দেবে আইসিজে হিট স্ট্রোকে ৮ দিনে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদফতর মানিকগঞ্জে আ’ লীগের ২ চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি মানববন্ধন গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হবিগঞ্জে হারুন হত্যা মামলা : ৭ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালগুলোতে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে পুলিশের বাঁধা, আরাফাতের সমালোচনা বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত পাঁচবিবিতে গাছের ডাল পড়ে পথচারীর মৃত্যু ঈশ্বরদীতে লোডশেডিংয়ে নাকাল জনজীবন

সকল