২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালীতে ৩০ মেট্রিক টন সরকারী গম আটক, গ্রেফতার ১

-

নোয়াখালী জেলার চৌমুহনী দক্ষিণ বাজারের ব্যবসায়ী হাজী আবদুল মালেকের গোডাউনের ট্রাক থেকে রোববার রাতে অবৈধভাবে কেনা ৩০ মেট্রিক টন সরকারী গম আটক করেছে জেলা এনএসআই’র সহযোগীতায় মোবাইল কোর্ট।

জানা গেছে, লক্ষ্মীপুর থেকে ৩০ মেট্রিক টন সরকারী গম কেনার কাগজপত্র দেখাতে না পারায় মোবাইল কোর্ট গমগুলো আটক করে। এসময় গোডাউনটি সিলগালা করে ব্যবসায়ীর ছেলে মোঃ মাসুমকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে জেলা এন এস আই নোয়াখালী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিডি এ বি এম ফারুক, সহকারী পরিচালক ফয়সাল মিয়া, জুনিয়র ফিল্ড অফিসার আবু তাহের নিজামী, সিরাজুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারসহ(ভূমি)পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত গমগুলো সরকারী বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement